গ্রিসের মাইকোনোস দ্বীপে ছুরিকাঘাতে পাকিস্তানি নিহত ১ আহত ১ গ্রেফতার ১৫। মাইকোনোসে মারাত্মক ঝগড়ার পর ১৫ জনকে আটক করা হয়েছে।গত ১১ মে ২০২৪ গ্রিসের অন্যতম পর্যটক আকর্ষিত দ্বীপ মাইকোনোস। উক্ত দ্বীপে নিজেদের আভ্যন্তরিণ বিষয় নিয়ে তর্কাতর্কীর এক পর্যায়ে পরষ্পরের মধ্যে চাকু দিয়ে মারাত্মক আঘাত করে এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয় অপরজনকে মুমূর্ষু অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।শুক্রবার রাতে মাইকোনোস দ্বীপে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় পুলিশ শনিবার ১৫ জনকে আটক করেছে যার ফলে একজন মারা গেছে এবং অন্য একজন গুরুতর আহত হয়েছে।
আটককৃতদের মধ্যে অন্তত সাতজনকে বন্দুক, মাদক এবং পরকীয় আইন লঙ্ঘনের জন্য গ্রেপ্তার করা হয়েছে বলে জানা স্থানীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে ।
ঘটনাটি দ্বীপের একটি নাইটক্লাবের পিছনে ঘটেছিল এবং এতে প্রায় ২৫ জন পাকিস্তানি নাগরিক জড়িত ছিল, উভয় পরষ্পরকে ছুরিকাঘাত করা হয়েছিল। ১৫ জন গ্রেফতার হলে অবশিষ্টদের গ্রেফতারে অভিযান অভ্যাহত রয়েছে বলে জানা গেছে।
হত্যাকাণ্ডের অপরাধীকে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ কর্তৃপক্ষ দ্বীপের বন্দর ও বিমানবন্দরে তল্লাশি চালাচ্ছিল।
স্থানীয় নিরাপত্তা অধিদপ্তর এই মামলার প্রাথমিক শুরু তদন্ত করেছে। সূত্র-কাতিমারিনা
bdnewseu/16May/ZI/Maykonos