• শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
সিরিয়ার দীর্ঘ ৫৪ বছরের পতন আসাদের পলায়ন ভোলার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান “পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার” সনদপত্র অর্জন ভিয়েনা বিশ্বের মানুষের বাসযোগ্য শ্রেষ্ঠ শহর থেকে একধাপ সরে এলো মারাত্মক বন্যার কবলে মালয়েশিয়া মধ্যপ্রাচ্যে অস্ট্রিয়ার মানবিক সহায়তা সাড়ে সাত মিলিয়ন ইউরো জার্মানির অভিবাসন নীতি বদলে ফেলার বিপক্ষে চ্যান্সেলর ওলাফ শলৎস অভ্যুত্থান পরবর্তী লুটপাট বন্ধ হওয়ায় ভারত বাংলাদেশে আগ্রাসন চালাতে চায়:রিজভী ভোলার বীর সন্তান শহীদ শাকিল কে স্মরণীয় রাখতে ডিসি কে স্মারকলিপি প্রদান দেশকে তপ্ত শ্মশানে পরিণত করতে চাই:জামায়াত ঝালকাঠি তে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ক্যাবের মানববন্ধন

টেকনাফে পণ্য পাচার চক্র সাংবাদিক অপহরণের চেষ্টা, থানায় জিডি

জুবাইরুল ইসলাম ( কক্সবাজার) টেকনাফ
আপডেট : বুধবার, ১৫ মে, ২০২৪

  • টেকনাফে পণ্য পাচার চক্র সাংবাদিক অপহরণের চেষ্টা, থানায় জিডি।টেকনাফের বাহারছড়া মারিশ বনিয়া স্কুলে সাবেক এমপি বদির একটি অনুষ্ঠানের সংবাদ সংগ্রহ করে ফেরার পথে জুবাইরুল ইসলাম জুয়েল ও আজিজ উল্লাহ নামে দুই সংবাদকর্মীকে পথরোধ করে অপহরণের চেষ্টা করেন সাইফুল ও জসিম নামে দুই পণ্য পাচারের সক্রিয় সদস্য।এই নিয়ে সংবাদ কর্মীরা ভবিষ্যতের আশংকা ভেবে টেকনাফ মডেল থানায় একটি (জিডি) করেন, জুবাইরুল ইসলাম জুয়েল মুক্ত খবর’ পত্রিকার কক্সবাজার টেকনাফের প্রতিনিধি এবং আজিজ উল্লাহ আমাদের কক্সবাজার স্থানীয় পত্রিকার প্রতিনিধি বলে জানান এই সংবাদ কর্মীরা।

উল্লেখ্য: শুক্রবার (৩ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে টেকনাফের বাহারছড়া মারিশ বনিয়া এস’ইএস’ডিপি মডেল উচ্চ বিদ্যালয়ে উপজেলা নির্বাচনের চেয়ারম্যান পদে প্রার্থী জাফর আহমেদ এর সঙ্গে সাবেক এমপি বদি ও আসেন, এই অনুষ্ঠানে সাবেক এমপি বদি সমর্থিত ও জাফর আহমেদ সমর্থিত ৫শতাধিক নেতা কর্মীদের সমাগম হয়, এতে এই দুই সংবাদ কর্মীরা সংবাদ সংগ্রহ করতে গেলে ওঁৎ পেতে থাকে মারিশ বনিয়া স্কুলের সভাপতি সাইফুল ও জসিমের নেতৃত্বে ১০/২০ জন অপরিচিত লোক,
একপর্যায়ে সংবাদ কর্মীরা স্কুল মাঠে আসার সাথে সাথে সাইফুল মারমুখী হয়ে সংবাদ কর্মীদের ওপর হামলার চেষ্টা করেন, পরে অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে এমপি বদি ও জাফর আহমেদ চলে গেলে নেতাকর্মীরা যাওয়ার সমায় পথরোধ করে সংবাদ কর্মীদের অপহরণের চেষ্টা করেন অতঃপর কৌশলে তারা স্থান পরিবর্তন করেন বলে জানান সংবাদ কর্মীরা।
অভিযুক্ত সাইফুল ইসলাম ও জসিম উদ্দিন তারা আপন ভাই মারিশ বনিয়া ৭ নং ওয়ার্ডের মৃত হোসেন মাস্টারের ছেলে বলে জানা গেছে।

সুত্রে: জানা গেছে, গত (২৫ এপ্রিল) মিয়ানমারে পণ্য পাচারের উদ্দেশ্যে হোয়াইক্যং ঢালা পথ হয়ে একটি বড় ট্রাক গাড়ি আসার পথে পাহাড়ি ঢালাতে দূর্ঘটনার কবলে পড়ে এতে করে ৯৯৯ জরুরি নং এ সহায়তা চেয়ে বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশের সহযোগিতায় ২ টি চাঁন্দের গাড়ি দিয়ে মারিশ বনিয়া যাওয়ার সময়,
দ্রুতগামী এই গাড়ির ধাক্কায় কয়েকজন পথচারী হতাহতের ঘটনায় পিছনে ছুটে কয়েকটি মোটরসাইকেল, পরে এই মোটরসাইকেল সেই গাড়ি কোথায় গিয়ে থামেন তা লক্ষ্য করে মারিশ বনিয়া পৌছার সাথে সাথে ২০/৩০ জন লোক সাইফুল ও জসিমের নেতৃত্বে লম্বা রামদা ও কিরিস নিয়ে মোটরসাইকেল আরোহীর দিকে আসলে কোন কারণে তাঁরা অই লোকদের চিনতে পারলে কিছু পরিচিত মানুষের কারনে কাউকে আঘাত করার সাহস পাইনি।
বিশেষ সুত্রঃ বলছেন যে গাড়ি কৌশলে পুলিশ ফাঁকি দিয়ে পুলিশের সহায়তায় উদ্ধার হয় সেই গাড়ি মালামাল মারিশ বনিয়া স্টেশনে একটি দোকানে রাখেন, এমনকি সেইসব জ্বালানি তেল অকটেন সহ পণ্য মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে মজুদ করছিলেন সাইফুল ইসলাম ও জসিম।

এই বিষয়ে পুলিশ বলেছেন আমাদের সহযোগিতা চেয়েছিলেন তাঁরা জরুরি ৯৯৯ নং কল দিয়ে, এতে আমরা সহযোগিতা করেছিলাম, তবে জানতাম না এই সব পণ্য পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন,
তবে পরে খবর পেয়েছি এসব মালামল মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে গিয়েছিলেন।

bdnewseu/15May/ZI/Bchora


আরো বিভন্ন ধরণের নিউজ