• মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম
সিরিয়ার দীর্ঘ ৫৪ বছরের পতন আসাদের পলায়ন ভোলার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান “পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার” সনদপত্র অর্জন ভিয়েনা বিশ্বের মানুষের বাসযোগ্য শ্রেষ্ঠ শহর থেকে একধাপ সরে এলো মারাত্মক বন্যার কবলে মালয়েশিয়া মধ্যপ্রাচ্যে অস্ট্রিয়ার মানবিক সহায়তা সাড়ে সাত মিলিয়ন ইউরো জার্মানির অভিবাসন নীতি বদলে ফেলার বিপক্ষে চ্যান্সেলর ওলাফ শলৎস অভ্যুত্থান পরবর্তী লুটপাট বন্ধ হওয়ায় ভারত বাংলাদেশে আগ্রাসন চালাতে চায়:রিজভী ভোলার বীর সন্তান শহীদ শাকিল কে স্মরণীয় রাখতে ডিসি কে স্মারকলিপি প্রদান দেশকে তপ্ত শ্মশানে পরিণত করতে চাই:জামায়াত ঝালকাঠি তে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ক্যাবের মানববন্ধন

ঝালকাঠি সদর উপজেলা নির্বাচনে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা

Badhon Roy, Zalokati
আপডেট : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪

ঝালকাঠি সদর উপজেলা নির্বাচনে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন ।প্রার্থীরা ঝালকাঠি সদর উপজেলা নির্বাচনে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে প্রার্থীরা ভোট চাইছেন,দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।নির্বাচিত হলে ঝালকাঠি সদর উপজেলাকে একটি মডেল উপজেলা গড়ে তোলার অঙ্গীকার করছেন প্রার্থীরা। আজ রবিবার সকালে শহরের প্রেসক্লাব সড়কে গণসংযোগ করেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী খান আরিফুর রহমান।তিনি থানার সদর চৌ-মাথা,বড় বাজার, কালিবাড়ি সড়ক, সাধনার মোড়, ফায়ার সার্ভিস মোড়সহ বিভিন্ন স্থানে পথচারী ব্যবসায়ী এবং যানবাহন চালকদের হাতে লিফলেট দিয়ে আনারস প্রতীকে ভোট প্রার্থনা করেন।

আনারস প্রতীক নিয়ে জনপ্রিয়তায় শীর্ষে আছেন খান আরিফুর রহমান। জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তৃণমূল নেতৃবৃন্দ খান আরিফুর রহমানকে সমর্থন দিয়ে কর্মী সমর্থকরা গণসংযোগ করছেন।

সৎ ও নিষ্ঠাবান হিসেবে পরিচিত খান আরিফকে আসন্ন নির্বাচনে বিপুল ভোটে জয়ী করতে মাঠে নেমেছেন দলীয় নেতাকর্মীরা।

এদিকে গণসংযোগ করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কাপ পিরিচ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নুরুল আমিন খান সুরুজ। এছাড়া দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সুলতান হোসেন খান শহরের চাঁদকাঠি এলাকা থেকে গণসংযোগ করেন। সকলে আশাবাদী অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে নির্বাচীত হবেন।

উল্লেখ্য, আগামী ২১ মে দ্বিতীয় ধাপে ঝালকাঠি সদর উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন, ভাইসচেয়ারম্যান (পুরুষ) পদে তিন ও ভাইসচেয়ারম্যান (মহিলা) পদে তিনজন অংশ নিচ্ছেন।

এদিকে নলছিটি উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে তিন জন,ভাইস চেয়ারম্যান পদে ছয় জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাঁচ জন অংশগ্রহন করছে। লিফলেট বিতরণ, পথসভা, উঠান বৈঠক,কুশল বিনিময়সহ সমাবেশে জমজমাট হয়ে উঠেছে নিবার্চনী মাঠ।

bdnewseu/14May/ZI/Zalokati


আরো বিভন্ন ধরণের নিউজ