• বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম
সিরিয়ার দীর্ঘ ৫৪ বছরের পতন আসাদের পলায়ন ভোলার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান “পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার” সনদপত্র অর্জন ভিয়েনা বিশ্বের মানুষের বাসযোগ্য শ্রেষ্ঠ শহর থেকে একধাপ সরে এলো মারাত্মক বন্যার কবলে মালয়েশিয়া মধ্যপ্রাচ্যে অস্ট্রিয়ার মানবিক সহায়তা সাড়ে সাত মিলিয়ন ইউরো জার্মানির অভিবাসন নীতি বদলে ফেলার বিপক্ষে চ্যান্সেলর ওলাফ শলৎস অভ্যুত্থান পরবর্তী লুটপাট বন্ধ হওয়ায় ভারত বাংলাদেশে আগ্রাসন চালাতে চায়:রিজভী ভোলার বীর সন্তান শহীদ শাকিল কে স্মরণীয় রাখতে ডিসি কে স্মারকলিপি প্রদান দেশকে তপ্ত শ্মশানে পরিণত করতে চাই:জামায়াত ঝালকাঠি তে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ক্যাবের মানববন্ধন

কক্সবাজার জেলা আ’লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের পরাজয়

কক্সবাজার থেকে নিজস্ব প্রতিবেদক
আপডেট : বুধবার, ৮ মে, ২০২৪

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল মোস্তফা ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান উপজেলা নির্বাচনে উভয়ের পরাজয়।৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে কক্সবাজারের কুতুবদিয়া ও সদরে পরাজিত হয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।কুতুবদিয়া উপজেলা নির্বাচনের বেসরকারি ফলাফল অনুযায়ী, চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীক নিয়ে লড়া অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী পেয়েছেন ৩ হাজার ৯৬৫ ভোট। আপন ভাতিজার কাছে হেরেছেন তিনি। ভোটের ফলে তিনি তৃতীয় হয়েছেন।

এ উপজেলায় ঘোড়া প্রতীকের প্রার্থী ব্যারিস্টার হানিফ বিন কাশেম ২৭ হাজার ২৪৯ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী আছহাব উদ্দিন আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৪৩৮ ভোট।

অপরদিকে, কক্সবাজার সদর উপজেলায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমানকে ৮ হাজার ৭৩৬ ভোটে হারিয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নুরুল আবছার। মোটরসাইকেল প্রতীক নিয়ে নুরুল আবছার পেয়েছেন ৩৬ হাজার ৫৩৬ ভোট। আর আনারস প্রতীকের প্রার্থী মুজিবুর রহমান পেয়েছেন ২৭ হাজার ৮শ’ ভোট।

পরাজিত জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী বর্তমানে কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান। ভোটের কয়েকদিন আগে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রথমে কক্সবাজারে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি।

আর মুজিবুর রহমান কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র। ২০১৮ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত তিনি পৌর মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন।

bdnewseu/8May/ZI/Coxsbazar


আরো বিভন্ন ধরণের নিউজ