• শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
সিরিয়ার দীর্ঘ ৫৪ বছরের পতন আসাদের পলায়ন ভোলার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান “পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার” সনদপত্র অর্জন ভিয়েনা বিশ্বের মানুষের বাসযোগ্য শ্রেষ্ঠ শহর থেকে একধাপ সরে এলো মারাত্মক বন্যার কবলে মালয়েশিয়া মধ্যপ্রাচ্যে অস্ট্রিয়ার মানবিক সহায়তা সাড়ে সাত মিলিয়ন ইউরো জার্মানির অভিবাসন নীতি বদলে ফেলার বিপক্ষে চ্যান্সেলর ওলাফ শলৎস অভ্যুত্থান পরবর্তী লুটপাট বন্ধ হওয়ায় ভারত বাংলাদেশে আগ্রাসন চালাতে চায়:রিজভী ভোলার বীর সন্তান শহীদ শাকিল কে স্মরণীয় রাখতে ডিসি কে স্মারকলিপি প্রদান দেশকে তপ্ত শ্মশানে পরিণত করতে চাই:জামায়াত ঝালকাঠি তে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ক্যাবের মানববন্ধন

প্রচন্ড তাপদাহে পানীয় জল বিতরণ করেন স্বেচ্ছাসেবী সংগঠন রাইট টক বাংলাদেশ

তানজিল হোসেন, ভোলা
আপডেট : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪

প্রচন্ড তাপদাহের কারণে পথচারীদের মাঝে খাবারের পানি ও স্যালাইন বিতরণ করলেন স্বেচ্ছাসেবী সংগঠন রাইট টক বাংলাদেশ।ভোলায় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন রাইট টক বাংলাদেশের উদ্যোগে ০১ মে (বুধবার) সকাল ১১ ঘটিকার সময় ভোলা ইলিশা বাসস্ট্যান্ড চত্বরে ৫’শত পানির বোতল, খাবারের স্যালাইন বিতরণ করা হয়েছে। রাইট টক বাংলাদেশ নামের এই স্বেচ্ছাসেবী সংগঠনের ভোলা জেলা শাখার সভাপতি মোঃ নিলয় খাঁন ফাহিম সংক্ষিপ্ত বক্তব্য বলেন, ভোলায় সপ্তাহ খানিকের বেশি তীব্র গরম, কড়া রোদ, অতিরিক্ত যানজট, উচ্চ শব্দের হর্ন সব মিলিয়ে বিভীষিকাময় এক পরিস্থিতি ভোলা শহর জুড়ে। আর এ সবের মাঝেও নিরবিচ্ছিন্ন সেবা দিয়ে যাচ্ছে আমাদের ট্রাফিক পুলিশ ভাইয়েরা। যখন তীব্র এই গরমে মধ্যে সাধারণ মানুষ ঘর থেকে বাইরে বের হতে ভয় পাচ্ছে তখন যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ সড়কে দাঁড়িয়ে দায়িত্ব পালন করছে সততা ও নিষ্ঠার সাথে।

রাইট টক বাংলাদেশ ভোলা জেলা শাখার সাধারণ সম্পাদক খায়রুন নেসা লিমা তিনি তার সংক্ষিপ্ত বক্তব্য বলেন, এ বারের মতো তাপদাহ এর আগে কখনও দেখেননি আমরা এবং এই তীব্র গরমে ট্রাফিক পুলিশ সহ সাধারণ নগরবাসী এবং নানা শ্রেণীর পেশাজীবীর মানুষ নানা রকম সমস্যার শিকার হচ্ছে তীব্র গরমের কারনে। এ ছাড়া রাস্তায় দাঁড়িয়ে অতিরিক্ত শব্দ দূষণ থেকে শুরু করে বায়ু দূষণের শিকার হতে হয় ট্রাফিক পুলিশ সহ পথচারীদের। এর মধ্যে চলমান তাপদাহ তাদের কষ্টের পরিমাণ আরও বাড়িয়ে দিয়েছে। তবুও তারা ভোলা সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে নিরবিচ্ছিন্ন ভাবে কাজ করে যাচ্ছেন। তাদের কষ্ট কিছুটা কমাতে স্বেচ্ছাসেবী সংগঠন রাইট টক বাংলাদেশের পক্ষ থেকে ট্রাফিক পুলিশ সহ পথচারীদের মাঝে পানির বোতল ও খাবারের স্যালাইন বিতরণ করা হয়েছে।

রাইট টক বাংলাদেশের স্বেচ্ছাসেবীরা জানান, দেশে চলছে তীব্র তাপপ্রবাহের ফলে চারদিকে চলছে নানান হা পিত্যেশ। একটু শীতলতার আশায় মানুষ বেছে নিচ্ছে নানা পন্থা। এমন তাপপ্রবাহে কেউ কেউ আবার বেছে নিচ্ছেন ঠান্ডা শরবত ও পানি তাঁদের ধারণা, গরমে ঠান্ডা শরবত, ঠান্ডা পানি মেলাবে সস্থির শীতলতা। ট্রাফিক পুলিশ সহ সাধারণ পথচারী ও রিক্সা চালকদের কে ঠান্ডা পানি খাওয়ানোর কাজে উৎসাহিত করার আহ্বান জানান রাইট টক বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি।

রাইট টক বাংলাদেশ পানি ও খাবারের স্যালাইন বিতরণ করার সময় উপস্থিত ছিলেন রাইট টক বাংলাদেশ ভোলা জেলা শাখার সভাপতি মোঃ নিলয় খাঁন ফাহিম, সহ-সভাপতি আয়শা ইসলাম, সাধারণ সম্পাদক খায়রুন নেসা লিমা, যুগ্ম সাধারণ সম্পাদক নেওয়াজ শরীফ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাকিল, সাংগঠনিক সম্পাদক ডা. হোসাইন মাহামুদ, সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ তারেক, দপ্তর সম্পাদক আল-আমীন পালোয়ান, সহ-দপ্তর বিষয়ক সম্পাদক রহিমা আক্তার রিয়া, প্রচার সম্পাদক মোঃ হান্নান, নারী বিষয়ক সম্পাদক আমেনা খানম, মানবিকতার বিষয়ক সম্পাদক তানজিল হোসেন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রাকিব রায়হান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম ইমন, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ আজিজ রায়হান, ধর্ম বিষয়ক সম্পাদক আশারুফ ইসলাম নাঈম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ রিপন সহ প্রমূখ।
bdnewseu/2May/ZI/bhola


আরো বিভন্ন ধরণের নিউজ