• শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
সিরিয়ার দীর্ঘ ৫৪ বছরের পতন আসাদের পলায়ন ভোলার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান “পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার” সনদপত্র অর্জন ভিয়েনা বিশ্বের মানুষের বাসযোগ্য শ্রেষ্ঠ শহর থেকে একধাপ সরে এলো মারাত্মক বন্যার কবলে মালয়েশিয়া মধ্যপ্রাচ্যে অস্ট্রিয়ার মানবিক সহায়তা সাড়ে সাত মিলিয়ন ইউরো জার্মানির অভিবাসন নীতি বদলে ফেলার বিপক্ষে চ্যান্সেলর ওলাফ শলৎস অভ্যুত্থান পরবর্তী লুটপাট বন্ধ হওয়ায় ভারত বাংলাদেশে আগ্রাসন চালাতে চায়:রিজভী ভোলার বীর সন্তান শহীদ শাকিল কে স্মরণীয় রাখতে ডিসি কে স্মারকলিপি প্রদান দেশকে তপ্ত শ্মশানে পরিণত করতে চাই:জামায়াত ঝালকাঠি তে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ক্যাবের মানববন্ধন

আজ তিউনিসিয়া উপকূলে ১৪ অভিবাসীর মরদেহ উদ্ধার

বিডিনিউজ ইউরোপ ইন্টারন্যাশনাল ডেস্ক তিউনিসিয়া
আপডেট : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

উত্তর আফ্রিকার দেশ টিউনিশিয়ার জেরবা দ্বীপের উপকূল থেকে ১৪ জন অভিবাসনপ্রত্যাশীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ এর মধ্য দিয়ে গত কয়েকদিনে টিউনিশিয়ার উপকূল থেকে উদ্ধার করা মরদেহের সংখ্যা বেড়ে হলো ৩৬৷দেশটির বিচার বিভাগীয় এক কর্মকর্তা বুধবার বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেন৷ তার আগে টিউনিশিয়ার কোস্টগার্ড দেশটির স্ফ্যাক্স উপকূল থেকে অন্তত ১৯ জনের মরদেহ উদ্ধার করে৷ পৃথক আরেকটি অভিযানে দেশটির গাবেস উপকূল থেকে আরো সাত জনের মৃতদেহ উদ্ধার করা হয়৷শনিবার থেকে বুধবারের মধ্যে ভিন্ন অভিযানে এসব মরদেহগুলো উদ্ধার করা হয়৷

নিহতদের বেশিরভাগই সাব-সাহারা আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক বলে ধারণা টিউনিশিয়া কর্তৃপক্ষের৷
এসব অভিবাসনপ্রত্যাশীরা একটি নৌকায় নাকি বেশ কয়েকটি নৌকা নিয়ে সমুদ্র পাড়ি দেয়ার চেষ্টা করছিলেন, তা নিশ্চিতভাবে জানা যায়নি৷ এমনকি তাদের মৃত্যুর কারণ সম্পর্কেও এখনও নিশ্চিত হতে পারেনি কর্তৃপক্ষ৷

এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশের অভিবাসনপ্রত্যাশীরা উত্তর আফ্রিকার দেশ টিউনিশিয়ার উপকূল থেকে ভূমধ্যসাগর পেরিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করে থাকেন৷ তারই ধারাবাহিকতায় মানবপাচারের বিভিন্ন নেটওয়ার্ক ভেঙে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে টিউনিশিয়া৷ গত সপ্তাহে টিউনিশিয়া সরকার জানায়, মানবপাচারের সাথে জড়িত সন্দেহে পাঁচ ব্যক্তিকে আটক করেছে পুলিশ৷তাছাড়া টিউনিশিয়ার ন্যশনাল গার্ডের সদস্যরাও ঝুঁকিপূর্ণ এমন সমুদ্রযাত্রা ঠেকাতে তৎপর রয়েছে৷

সরকারের পক্ষ থেকে বলা হয়, সম্প্রতি সাগর পাড়ি দিয়ে ইটালির দ্বীপ লাম্পেদুসার দিকে যাত্রাকালে দুই হাজার অভিবাসনপ্রত্যাশীকে আটক করেছে নিরাপত্তারক্ষীরা৷তবে সরকারের এমন চেষ্টার পরও থেমে নেই ঝুঁকিপূর্ণ সাগর যাত্রা৷ চলতি বছরের প্রথম তিন মাসে টিউনিশিয়ার উপকুল থেকে যাত্রা করে ২১ হাজার অভিবাসনপ্রত্যাশী ইটালি পৌঁছেছেন৷

বিডিনিউজইউরোপ/২৫এপ্রিল/জই(রয়টার্স,এএফপি)dw


আরো বিভন্ন ধরণের নিউজ