মহানবী (সা:) এর ব্যঙ্গ কাটুন প্রদর্শন এবং মুসলমান দের উপর হামলা ও নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ মিছিল।
টাংগাইলের ধনবাড়ীতে মহানবীর হযরত মুহাম্মদ( সাঃ) কে অবমাননা ও ব্যঙ্গচিত্র প্রদর্শন এবং মুসলমানদের উপর হামলা ও নিপীড়নের প্রতি বাদে গত রবিবার বিক্ষোভ মিছিল করেছে
কওমী ওলামা পরিশদ ধনবাড়ী উপজেলা শাখা।
ফ্রান্সের প্রেসিডেন্টের মদদ এবং উস্কানিতে,
ফ্রান্সের মন্টেপলিস ও ত্বলুস শহরের দুটি সরকারী ভবনে রাষ্ট্রীয় ভাবে মহানবী (সা:) ব্যঙ্গ কাটুন প্রদর্শনের ঘটনায় বিশ্ব মুসলিম চরমভাবে ব্যথিত হয়েছে এরি ধারা বাহিকতায় কওমী ওলামা পপরিষদ এর পক্ষ থেকে গত ১ নবেম্বর ২০২০ইং তারিখে সকাল ১০ গটি কায় এক বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় , বিক্ষোভ মিছিলটি শুরুহয় ধনবাড়ী কেন্দ্রিয় ঈদগা মাঠ থেকে তার পর ধনবাড়ী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ধনবাড়ী সরকারী কলেজ মাঠে এসে মিলিত হন।
এ সময় হাফেজ আশরাফুজ্জামানের সভাপতিত্বে ,
হযরত মাওঃ আবুহুরায়রা ফযেজীর সন্চালনায়,
বক্তব্য রাখেন হাফেজ মাওঃ মো: আব্দুর রশিদ , হযরত মাওঃআব্দুসামাদ, হযরত মাওঃ মামুন আহমাদ, হযরত মাওঃ রাকিবুল ইসলাম, মুফতি রফিকুল ইসলাম, বক্তব্য সকলেই কটুক্তিকারী নাস্তিকের দিষ্টান্ত মোলক বিচার কামনা করেন ও ফ্রান্স দেশের সকল পণ্য বয়কটের দাবি জানান।
বিডিনিউজ ইউরোপ /বার্তা সম্পাদক / নিউজ রুম