• বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
বিজ্ঞপ্তি
প্রিয় পাঠক আমাদের সাইটে আপনাকে স্বাগতম এই সাইটি নতুন ভাবে করা হয়েছে। তাই ১৫ই অক্টোবর ২০২০ সাল এর আগের নিউজ গুলো দেখতে ভিজিট করুন : old.bdnewseu24.com

দুবাই বিমানবন্দর বন্ধ ঘোষণা ঢাকায় আটকা হাজারো যাত্রী

কবির আহমেদ কূটনৈতিক বিশ্লেষক আন্তর্জাতিক ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

দুবাই বিমানবন্দর বন্ধ ঘোষণা ঢাকায় আটকা হাজারো যাত্রী।অতি বৃষ্টিপাত জনিত বন্যার পানি দুবাই ও শারজাহ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ করায় বিমানবন্দর দুইটি সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে।বুধবার (১৭ এপ্রিল) থেকে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) রেকর্ড বৃষ্টিপাতের কারণে দুবাই ও শারজাহ আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। বিমানবন্দর বন্ধ থাকার কারণে ঢাকা থেকে এই দুই রুটের মোট নয়টি ফ্লাইট বাতিল হয়েছে।দেশের বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, ফ্লাইট বাতিলের কারণে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে বিপাকে পড়েছেন হাজার হাজার যাত্রী। তাদের অধিকাংশই প্রবাসী শ্রমিক ও সৌদি আরবের ওমরাহ যাত্রী। ওমরা যাত্রীরা ট্রানজিট যাত্রী হিসাবে আরব আমিরাতে যাত্রা বিরতি করার কথা রয়েছে। তাছাড়াও ইউরোপ,আফ্রিকা ও আমেরিকা মহাদেশের অনেক ট্রানজিট যাত্রীও আটকা পড়েছেন।

দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমকে ঢাকার বিমানবন্দর কর্তৃপক্ষ জানান, বৈরী আবহাওয়ার কারণে বুধবার (১৭ এপ্রিল) সকাল থেকে বিকাল পর্যন্ত শারজাহ ও আবুধাবি রুটে এয়ার অ্যারাবিয়া এয়ারলাইন্সের পাঁচটি ফ্লাইট, দুবাই রুটে এমিরেটস এয়ারলাইন্সের দুইটি ও ফ্লাই দুবাইয়ের দুইটি ফ্লাইট বাতিল করা হয়েছে।

তাছাড়াও, বুধবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাই ও শারজাহর পথে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুইটি ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুইটি ফ্লাইট যাওয়ার কথা ছিল। উভয় এয়ারলাইন্সের ফ্লাইটের সময়সূচি পরিবর্তন করা হয়েছে।

একসঙ্গে এতোগুলো ফ্লাইট বাতিল ও সময়সূচি পরিবর্তনে বিপাকে পড়েছেন দুবাই ও শারজাহর যাত্রীরা। এসব যাত্রীদের অধিকাংশই প্রবাসী শ্রমিক ও ওমরাহ হজযাত্রী বলে জানা গেছে। সরেজমিন দেখা গেছে, বিমানবন্দরের বহির্গমন টার্মিনালের গেটে ঢোকার পরে চারিদিকে শুধু যাত্রীদের ভিড়। তাদের অনেকেই ইহরাম বেঁধে উমরাহ হজ করার উদ্দেশে বাসা থেকে বের হয়েছেন। তাদের চেক-ইন প্রক্রিয়া এখনো সম্পন্ন হয়নি। ক্ষণে ক্ষণে বিভিন্ন এয়ারলাইন্সের লোকজন এসে তাদের ফ্লাইটের আপডেট দিয়ে যাচ্ছেন।

হযরত শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন, বিমানবন্দর কর্তৃপক্ষ সব এয়ারলাইন্সকে নির্দেশনা দিয়েছে যে, তারা যেন যাত্রীদের ফোন কল, ক্ষুদেবার্তা ও ই-মেইলের মাধ্যমে ফ্লাইটের আপডেট জানিয়ে দেয়।তিনি আরও বলেন, বাতিল ও সময়সূচি পরিবর্তন হওয়া ফ্লাইটের অনেক যাত্রী বিমানবন্দরে চলে এসেছেন। আমরা এয়ারলাইন্স কর্তৃপক্ষকে তাদের খাবার ও সাময়িকভাবে আবাসনের ব্যবস্থা করতে বলেছি।

সর্বশেষ বাংলাদেশ সময় রাত ৯ টা পর্যন্ত শারজাহ রুটের ফ্লাইটগুলো রাতে ছেড়ে গেলেও দুবাইয়ের ফ্লাইটগুলো ছাড়ার সময়সূচি নির্ধারিত হয়নি। দেশের বেসরকারি ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক-জনসংযোগ কামরুল ইসলাম বলেন, দুবাই ও শারজাহ রুটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুইটি ফ্লাইট ছিল আজ। ফ্লাইটগুলো পরিচালনার বিষয়ে দুবাই এয়ারপোর্টের সঙ্গে আমরা সার্বক্ষণিক যোগাযোগ করছি। তাদের কাছ থেকে সাড়া পেলেই ফ্লাইট উড়াল দেবে। আপাতত এই দুই রুটের ফ্লাইটের সময়সূচি পরিবর্তন করা হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর জনসংযোগ বিভাগের ব্যবস্থাপক মো. আল মাসুদ খান বলেন, শারজাহ রুটের ফ্লাইটটি আজ রাতেই রওনা হবে। দুবাইয়ের আজকের ফ্লাইটটি রিশিডিউল করা হয়েছে। এটি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় উড়াল দেবে। অপেক্ষারত যাত্রীদের নির্ধারিত এসওপি অনুযায়ী খাবার ও হোটেলের ব্যবস্থা করা হচ্ছে।

এর আগে, রেকর্ড বৃষ্টিপাতের কারণে বুধবার সকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরকে বন্ধ ঘোষণা করা হয়।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, সাধারণত শুষ্ক জলবায়ু এবং গরম তাপমাত্রার জন্য পরিচিত দুবাই শহর মঙ্গলবার (১৬ এপ্রিল) ভারী বৃষ্টিপাতের পর বিশৃঙ্খলায় নিমজ্জিত হয়েছে। মূলত বৃষ্টিপাতের কারণে সমগ্র আরব আমিরাতই বিপর্যস্ত হয়ে পড়েছে। এতে করে দেশটিতে আকাশপথে ভ্রমণ ব্যাহত হয়েছে এবং মরুভূমির এই দেশজুড়ে ব্যাপক বন্যা দেখা দিয়েছে।

এনডিটিভি বলছে, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরটি সারা বিশ্বের যাত্রীদের জন্য ব্যস্ততম এয়ার হাব হিসেবে পরিচিত। মঙ্গলবার (১৬ এপ্রিল) ভারী বৃষ্টিপাতের ফলে এই বিমানবন্দরে ফ্লাইট পরিচালনা বিপজ্জনক হওয়ার কারণে অসংখ্য আগত ফ্লাইট সরিয়ে নিতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দর বলে পরিচিত দুবাইয়ে মঙ্গলবার থেকেই ফ্লাইট চলাচল ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। মূলত ঝোড়ো বাতাসের কারণে বিমানবন্দরটিতে ফ্লাইট ওঠা-নামায় বিঘ্ন ঘটে। এ অবস্থায় একের পর এক আন্তর্জাতিক ফ্লাইট হয় বাতিল, নয়তো তার শিডিউল পরিবর্তন করতে বাধ্য হয় বিদেশি এয়ারলাইন্সগুলো।

সংবাদমাধ্যম বলছে, সবচেয়ে বেশি প্রভাব পড়েছে দুবাইয়ে এমিরেটসের ফ্লাইট-সূচিতে। দুবাই থেকে বিশ্বের প্রায় সব বড় শহরেই ফ্লাইট রয়েছে সংস্থাটির। এছাড়া, কাতার এয়ারওয়েজের ফ্লাইট চলাচলও ব্যাহত হয়েছে।

bdnewseu/20April/ZI/Dubai


আরো বিভন্ন ধরণের নিউজ