বন্দিবিনিময় চুক্তির জন্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর চাপ বাড়ছে। হামাসের সাথে চুক্তির দাবিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে ইসরায়েলের রাজধানী তেলআবিবে।
গতকাল বৃহস্পতিবার, জিম্মিদের মুক্তির জন্য অবিলম্বে বন্দি বিনিময় চুক্তির দাবিতে বিক্ষোভ করেন বিপুল ইসরায়েলি। জিম্মিদের জীবিত ফেরত পাওয়া নিয়েই শঙ্কায় স্বজনরা। ছয় মাস পেরিয়ে যাওয়ার পরও তাদের উদ্ধার করতে না পারায় নেতানিয়াহুর সরকারের পদত্যাগের দাবি তোলেন বিক্ষোভকারীরা।
গেলো ৭ অক্টোবর আড়াই শতাধিক ইসরায়েলিকে জিম্মি করে হামাস। ধারণা করা হচ্ছে, বর্তমানে ১৩৩ জন জিম্মি রয়েছে হামাসের কাছে।
bdnewseu/12April/ZI/Israel