• শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
সিরিয়ার দীর্ঘ ৫৪ বছরের পতন আসাদের পলায়ন ভোলার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান “পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার” সনদপত্র অর্জন ভিয়েনা বিশ্বের মানুষের বাসযোগ্য শ্রেষ্ঠ শহর থেকে একধাপ সরে এলো মারাত্মক বন্যার কবলে মালয়েশিয়া মধ্যপ্রাচ্যে অস্ট্রিয়ার মানবিক সহায়তা সাড়ে সাত মিলিয়ন ইউরো জার্মানির অভিবাসন নীতি বদলে ফেলার বিপক্ষে চ্যান্সেলর ওলাফ শলৎস অভ্যুত্থান পরবর্তী লুটপাট বন্ধ হওয়ায় ভারত বাংলাদেশে আগ্রাসন চালাতে চায়:রিজভী ভোলার বীর সন্তান শহীদ শাকিল কে স্মরণীয় রাখতে ডিসি কে স্মারকলিপি প্রদান দেশকে তপ্ত শ্মশানে পরিণত করতে চাই:জামায়াত ঝালকাঠি তে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ক্যাবের মানববন্ধন

চরফ্যাশনে গুরতে আসা, দুই ভাইয়ের নানা বাড়িতে মৃত্যু

তানজিল হোসেন, ভোলা
আপডেট : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪

চরফ্যাশনে গুরতে আসা, দুই ভাইয়ের নানা বাড়িতে মৃত্যু|ভোলার চরফ্যাশন উপজেলার মাদ্রাজ ইউনিয়নে নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে মোঃ আরাফাত (৬) ও মোঃ জুনায়েদ (৭) নামের দুই শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। সম্পর্কে তারা দু’জন খালাতো ভাই। শিশু দু’টিকে হারিয়ে নির্বাক পরিবার। বাড়িতে চলছে শোকের মাতম। পরিবারের সদস্যদের আহাজারিতে ভারী হয়ে উঠছে চারপাশ। দুপুরে উপজেলার মাদ্রাজ ইউনিয়নের মিজানপুর গ্রামের ৯ নং ওয়ার্ডের মাতাব্বর বাড়িতে এ ঘটনা ঘটে। চরফ্যাশন থানার ওসি মোঃ শাখাওয়াত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।শিশু আরাফাত মাদ্রাজ ইউনিয়নের মিজানপুর গ্রামের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা হারুন মাতাব্বরের ছেলে ও জুনায়েদ ঢাকার বিক্রমপুর জেলার বাসিন্দা মোঃ স্বপন মিয়ার ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, জুনায়েদ পহেলা এপ্রিল তার বাবা-মায়ের সঙ্গে মাদ্রাজ ইউনিয়নের মিজানপুর গ্রামের ৯ নম্বর ওয়ার্ডে তার নানা বাড়িতে বেড়াতে এসেছেন। একই সাথে খালাতো ভাই আরাফাতের পরিবারও নানা বাড়িতে বেড়াতে এসেছেন। ৩ এপ্রিল বুধবার দুপুরের দিকে দুই খালাতো ভাই নানা বাড়ির পুকুরের ঘাটলায় খেলতে গিয়ে পানিতে ডুবে যায়। পরে পরিবারের লোকজন পুকুর থেকে তাদের মৃতদেহ উদ্ধার করেন।

এ বিষয় চরফ্যাশন থানার ওসি মোঃ শাখাওয়াত হোসেন গণমাধ্যমকে জানান, ঘটনাটি খুবই মর্মান্তিক। এ ঘটনায় শিশু দু’টির পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

bdnewseu/5April/ZI/bhola


আরো বিভন্ন ধরণের নিউজ