প্রেমিক সেজে বউয়ের পর’কী’য়া ধরলেন প্রবাসী স্বামী
স্বামী প্রবাসে, স্ত্রী’ জড়ালো প’রকী’য়া প্রে’মে আর সেই প’রকী’য়া প্রে’মিকের সাথে দেখা করতে গিয়েই দেখা মিললো প্রবাসী স্বামীর সাথে৷ ঘটনাটি ঘটেছে ঠিক এমন ভাবেই৷
তাদের দুইজনের বাড়ি কুমিল্লাতে৷ প’রকী’য়া প্রে’মিকের সাথে দেখা করতে গিয়ে ভৈরবের কুলিয়ারচর ব্রিজে প্রবাসী স্বামীর হাতে ধ’রা পড়ে স্ত্রী’৷মূলত স্বামী প্রবাসী গিয়ে নিজের স্ত্রী’কে টোপ দিয়েছিল পরিক্ষা করার জন্য আর সেই টোপ গিলে ফেলে স্ত্রী’৷ জড়িয়ে পড়ে প’রকী’য়ে প্রে’মে৷
সাধারণত অনেক প্রবাসীস’রা বিয়ে করে স্ত্রী’’কে রেখে বিদেশে চলে যায় কিছু অর্থ উপার্জন করতে! তবে অনেক সময় দেখা যায় এই প্রবাসীদের রেখে যাওয়া স্ত্রী’’রা প’রকী’য়া প্রে’মে জড়িয়ে পড়ে৷
ঠিক তেমনি এক ঘটনা ঘটেছে৷ স্বামী প্রবাসী গিয়ে নিজের স্ত্রী’’কে পরিক্ষা করার জন্য ভূয়া(রাজা) নামে একটি ফেসবুক আইডি খুলে এবং সেই আইডি দিয়েই
তার নিজের স্ত্রী’র সাথে নিজেকে একজন ভিন্ন পুরুষ হিসাবে পরিচয় দিয়ে কথা বলা শুরু করে৷ এরপরই বেরিয়ে আসতে থাকে স্ত্রী’র আসল রূপ৷ নিজের স্বামী যে কিনা নিজের পরিচয় গো’পন করে ভূয়া পরিচয় দিয়ে তাকে পরিক্ষা করতে চেয়েছিল সেই স্বামীর সাথেই জড়িয়ে পড়ে প’রকী’য়া প্রে’মে৷
পরবর্তীতে নিজের প্রবাসী স্বামীকে বাদ দিয়ে নতুন প্রে’মিককে বিয়ে করার শর্ত হয় তাদের মধ্যে৷ এক সময় তারা সি’’দ্ধান্ত নেয় তারা দুজন দেখা করবে৷ প্রবাসী স্বামী বু’’দ্ধি করে দেখা করার জন্য এমন একটা সময় ঠিক করেন ,যে সময়ে তিনি বিদেশ থেকে বাড়িতে এসে তার স্ত্রী’র সামনে হাজির ‘’হতে পারবেন৷
পরিকল্পনা মতই কাজ হয়েছে৷ প’রকী’য়া প্রে’মিকের সাথে দেখা করতে এসে নিজের স্বামীকে দেখে মা’থায় যেন আকাশ ভে’’ঙ্গে পড়েছে স্ত্রী’র৷সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাই’রাল হওয়া ভিডিও দেখে বি’ষয়টি সম্পূর্ণ পরিষ্কার হয়েছে৷ ভিডিও টি ভাই’রাল হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বি’ষয়টি নিয়ে অনেকে অনেক ধরণের লেখা লেখি শুরু করেছে৷
নুসরাত নামের এক তরুণী লিখেছেন,”পাঁচ ভাগের চার ভাগ প্রবাসী স্ত্রী’রা এরকম খা’রাপ। যার কারণে সমাজে প্রবাসী স্ত্রী’দের কে সবসময় খা’রাপ ভাবা হয়।এসব মে’য়েদের জন্য পাঁচ ভাগের বাকি এক ভাগ প্রবাসী স্ত্রী’দের কে এদের মতোই মনে করা হয়।”
এক প্রবাসী ভাই লিখেন,”এটা দেখার পর বিয়ে করার ইচ্ছে আরো ২০ বছর বাড়ায়ে দিলাম।আপাতাতো ডিজিটাল যুগে বিয়ে করছি না দেখি আর কনো যুগ আসে কিনা।সেই যুগে মে’য়েদের উন্নতি হলে তখন ভেবে দেখবো।বিয়ে করা উচিৎ কিনা।
বিডিনিউজ ইউরোপ /৮ ডিসেম্বর / জই