ভোলায় গাঁজাসহ ৩ পুলিশ সদস্য আটক।ভোলায় ৫ কেজি গাঁজাসহ ৩ পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা ডিবি (পুলিশ) এদের মধ্যে একজন সহকারী উপ-পরিদর্শক (এ,এস,আই) ও দু’জন কনস্টেবল। গত ১১ রা মার্চ (সোমবার) দুপুরে তাদেরকে আটক করা হয়। ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় রোড থেকে। অদ্য ১২ রা মার্চ (মঙ্গলবার) দুপুরে তাদেরকে ভোলা আদালতে তোলা হয়েছে।
পুলিশের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা অপরাধের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত না করলে ও সদর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মোঃ মোজাম্মেল গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতার হওয়া পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এ,এস,আই) মোঃ রফিকুল ইসলামের বাড়ি বরিশাল থানা এলাকার রূপাতলী বাসস্ট্যান্ড সংলগ্ন ২৫ নম্বর ওয়ার্ডে। পিতা মৃত রহিম খান, তিনি ভোলা সদর পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বে ছিলেন।
অন্য দুই কনস্টেবল হলেন- পটুয়াখালী থানায় কর্মরত মোঃ ওয়াসিম ও আবু রাহাত। ওয়াসিম বরিশালের উজিরপুর থানা এলাকার গুটিয়া ইউনিয়নের পাথনিয়া কাঠি গ্রামের মৃত হারুন মোল্লার ছেলে এবং আবু রাহাত বরিশালের বাবুগঞ্জ থানা এলাকার কেদারপুর ইউনিয়নের দক্ষিণ ভুতেরদিয়া গ্রামের মৃত শামসুল হক হাওলাদারের ছেলে।
সদর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মোঃ মোজাম্মেল গণমাধ্যম কে জানান, সোমবার দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের-কে আটক করেন। ঘটনার একদিন পর আজ দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।
তিনি আরও জানান, অভিযুক্ত ৩ পুলিশের কাছে ডিবি পুলিশ ৫ কেজি গাঁজা উদ্ধার করেছে মর্মে তিনি শুনেছেন। তবে উদ্ধার হওয়া মাদকের সঠিক পরিমাণ পুলিশের কোনো কর্মকর্তা নিশ্চিত করছেন না। যার কারণে মাদকের পরিমাণ নিয়ে ধ্রমজাল তৈরি হয়েছে।
এ দিকে এই রিপোর্ট লেখা পর্যন্ত (বিকেল ৩: ৩০ মিনিট) পর্যন্ত গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানা যায়নি।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মামুন অর রশীদ ‘মাদকের বিষয়ে কাউকেই ছাড় দেওয়া হবে না।’
bdnewseu/13March/ZI/bhola