২বছর পলাতক ছিলেন হেরোইন ব্যবসায়ী মমিন, অবশেষে ডিবি মাসুদের হাতে বন্দি।ভোলার বাপ্তা চরপোটকা নিবাসী হেরোইন মাদক মামলার আসামী পরানগঞ্জ বাজার নামক এলাকা থেকে মৃত সামসুদ্দিন এর ছেলে জাহান আলম ওরফে (মমিন) অদ্য ২৫ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০ ঘটিকার সময় এস আই মাসুদ এর হাতে আটক হয়েছে।
আসামি জাহান আলম মমিন এর বিরুদ্ধে হেরোইন আদান প্রদানের অভিযোগ রয়েছে। এবং ১৮/১২/২২ তারিখে জাহান আলম মমিন এর নামে ওয়ারেন্ট বের হওয়ার পর থেকে আসামি মমিন দীর্ঘ দুই বছর যাবত পলাতক ছিলো। অবশেষে এস আই মাসুদ এর গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান অবহ্যাত রাখেন এবং হেরোইন ব্যবসায়ীকে আটক করতেও সক্ষম হন।
মুঠোফোন এস আই মাসুদ গণমাধ্যম কে জানান, ঢাকায় হেরোইন মামলার আসামি দীর্ঘদিন যাবত গাঢাকা দিয়ে ছিলো। এবং নিজ বাসা থেকে হেরোইন মামলার আসামি জাহান আলম মমিন-কে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। যেহেতু ওয়ারেন্টের আসামি সে হিসেবে তাকে জেল হেপাজতে পাঠানো হবে।
bdnewseu/3March/ZI/bhola