আইভিডি বাংলাদেশ ভলেন্টিয়ার ডে-২০২০ পুরষ্কার পেলেন ঝালকাঠির সৈয়দা মাহফুজা মিষ্টি
চলমান করোনা পরিস্থিতিতে সেচ্ছাসেবী হিসেবে কাজ করার জন্য আইভিডি বাংলাদেশ ভলেন্টিয়ার ডে ২০২০ পুরষ্কার পেয়েছে ঝালকাঠির মেয়ে সৈয়দ মাহফুজা মিষ্টি। করোনা পরিস্থিতিতে কোন রুপ স্বীকৃতি প্রাপ্তির প্রত্যাশা ছাড়াই শুধু মানবিক কারনে কোভিট ১৯ মোকাবেলায় সামনের কাতারে কাজ করে চলেছেন তাদের উৎসাহিত করার জন্য ঢাকার ইন্টার কন্টিনেন্টাল এর কনফারেন্স হলে এই পুরষ্কার দেওয়া হয়। সারাদেশে থেকে ১৫ জন ভলেন্টিয়ার ও ১৫ জন ভলেন্টিয়ার সংগঠনকে এই পুরষ্কার দেওয়া হয়। বরিশাল বিভাগ থেকে সৈয়দ মাহফুজা মিষ্টি একাই এই পুরষ্কার পান। ভলেন্টিয়ার ফর কোভিট ১৯ রেসপন্স এ্যান্ড রিকভরি প্রাতিপাদ্যকে সামনে এই পুরষ্কার দেওয়া হয়। সৈয়দ মাহফুজা মিষ্টি ছোট বেলা থেকে বিভিন্ন সামাজিক কাজে অংশ গ্রহণের মাধ্যমে নিজেকে একজন যোগ্য সংগঠক হিসেবে প্রমাণ করেছেন।
মিষ্টি অভিব্যাক্তি প্রকাশ করে বলেন, এ UNV ১৫ জন স্বেচ্ছাসেবককে সম্মাননা প্রদান করেছেন করোনাকালীন স্বেচ্ছাসেবার ভিত্তিতে । তাদের মধ্যে আমার মতো ক্ষুদ্র একজন মানুষকে সম্মাননা দেবার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। এই পুরস্কারটি সত্যিকার অর্থে আমার একার নয়, এটি আমি যাদের সহযোগিতায় সবসময় কাজ করার অনুপ্রেরণা পাই তাদেরও অর্জন। ঝালকাঠির বিভিন্ন গুনী ব্যাক্তিরা তাকে অভিনন্দন জানিয়েছেন।
বিডিনিউজ ইউরোপ/৮ ডিসেম্বর/ জই