জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গণধর্ষণের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবীতে ছাত্র ফেডারেশনের মানববন্ধন।বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ, ফতুল্লা থানা শাখার উদ্যোগে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। অদ্য ১১ ফেব্রুয়ারি ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবীতে মানববন্ধনে সভাপতিত্ব করেন ফতুল্লা থানা কমিটির আহবায়ক ছাত্রনেতা ইউশা ইসলাম।
ফতুল্লা থানা কমিটির সদস্য মুক্ত শেখের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাকিবুল হাসান, উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী তানজিলা আক্তার মুন্নি, ফতুল্লা থানা কমিটির সদস্য শাহীন হোসেন। এ ছাড়াও আরও বক্তব্য রাখেন হাজী মিছির আলী ডিগ্রী কলেজ কমিটির আহবায়ক মৌমিতা নূর, আর বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সংগ্রামী সাধারণ সম্পাদক ছাত্রনেতা সৃজয় সাহা, জেলার সহ-সভাপতি ছাত্রনেতা সাইদুর রহমান।
বক্তব্যে বক্তারা বলেন, ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ব- বিদ্যালয়ের গণধর্ষণের ঘটনা আজ নতুন কিছু-ই না।এর আগেও বহুবার হয়েছে এবং ১৯৯৮-সালে তৎকালীন জাবি ছাত্র লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মানিক ১০০ টি ধর্ষণের ঘটনা ঘটিয়ে সেঞ্চুরিয়ান মানিক নামে পরিচিতি পায়। এ ছাড়াও সিলেটের এমসি কলেজে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণের ঘটনা ঘটায়। সেই আওয়ামীলীগের ছায়াতলের ছাত্রলীগের বখাটে নেতা কর্মীরা। এই যে সারাদেশে গণধর্ষণ ঘটনা ঘটছে এর মধ্যে-ই অধিকাংশই বিচার হয়না কারন তারা আওয়ামী লীগের দলীয় লোক বলে। আমরা এ সকল ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই এবং আমরা জোড়ালো দাবী জানাই যেনো সকল শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে যৌন নিপীড়ণ বিরোধী সেল কার্যকর করা হোক।
জেলার সহ-সভাপতি তার বক্তব্যে তিনি বলেন, একটি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য সবচেয়ে নিরাপদ জায়গা হওয়ার কথা, সেখানে এরকম ঘটনা ন্যাক্কারজনক! ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীদের নূন্যতম স্বাধীনতা ও নিরাপত্তা নেই। এরকম অসংখ্য ঘটনা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ঘটছে সব ঘটনা প্রকাশিত হয় না। এ সকল গুন্ডা-পান্ডাদের ভয়ে, এই যে বিচার হীনতার সংস্কৃতি এর ফলে আমাদের জান-মাল ও জীবনকে দূর্বিষহ করে তুলছে। আমরা এ সকল ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
সভাপতির বক্তব্যে ইউশা ইসলাম বজ্রকন্ঠে বলেন, এই যে বিচারহীনতার সংস্কৃতি, এই সংস্কৃতি শুধু ক্যাম্পাসগুলোতে নয়। সারাদেশে এই সংস্কৃতি আজ প্রতিষ্ঠিত এর ফলে দেশে ছিনতাই, খুন, গণধর্ষণ দিন দিন বেড়েই চলেছে। এই রাষ্ট্র এ সকল কর্মকান্ডের প্রশ্রয় দিচ্ছে, যার ফলে দেশে প্রতিনিয়ত খুনি-ধর্ষক তৈরী হচ্ছে।
এই রাষ্ট্র ব্যবস্থা এ সকল ঘটনার জন্য দায়ী। এই ব্যবস্থা পরিবর্তনের জন্য ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন গড়ে তুলতে হবে। সারাদেশে ঘটা সকল খুন ও ধর্ষনের সুষ্ঠু তদন্ত ও বিচার করতে হবে। এবং দেশের সকল ক্যাম্পাসগুলোতে নিপীড়ণ বিরোধী সেল কার্যকর করতে হবে।
bdnewseu/12february/ZI/Narayanganj