• শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম
সিরিয়ার দীর্ঘ ৫৪ বছরের পতন আসাদের পলায়ন ভোলার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান “পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার” সনদপত্র অর্জন ভিয়েনা বিশ্বের মানুষের বাসযোগ্য শ্রেষ্ঠ শহর থেকে একধাপ সরে এলো মারাত্মক বন্যার কবলে মালয়েশিয়া মধ্যপ্রাচ্যে অস্ট্রিয়ার মানবিক সহায়তা সাড়ে সাত মিলিয়ন ইউরো জার্মানির অভিবাসন নীতি বদলে ফেলার বিপক্ষে চ্যান্সেলর ওলাফ শলৎস অভ্যুত্থান পরবর্তী লুটপাট বন্ধ হওয়ায় ভারত বাংলাদেশে আগ্রাসন চালাতে চায়:রিজভী ভোলার বীর সন্তান শহীদ শাকিল কে স্মরণীয় রাখতে ডিসি কে স্মারকলিপি প্রদান দেশকে তপ্ত শ্মশানে পরিণত করতে চাই:জামায়াত ঝালকাঠি তে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ক্যাবের মানববন্ধন

বাংলাদেশের সাথে অংশীদারিত্ব আরো বাড়াতে আগ্রহী ইইউ

কবির আহমেদ কূটনৈতিক প্রতিবেদক বিডিনিউজ ইউরোপ
আপডেট : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪

বাংলাদেশের সাথে অংশীদারিত্ব আরো বাড়াতে আগ্রহী ইইউ ।বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব আরো জোরদার করার আগ্রহ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) বেলজিয়ামের ব্রাসেলসে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড, হাছান মাহমুদের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়।শনিবার (৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকের পর ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে তাদের আগ্রহের কথা জানান।তৃতীয় ইইউ ইন্দো-প্যাসিফিক মিনিস্টারিয়াল ফোরামের সাইডলাইনে শুক্রবার ইউরোপিয়ান কমিশনার ফর ইন্টারন্যাশনাল পার্টনারশিপস জুটা আরপিলাইনেন এবং ইউরোপিয়ান কমিশনার ফর ক্রাইসিস ম্যানেজমেন্ট জ্যানেজ লেনারসিচের সঙ্গে পৃথক বৈঠক করেন হাছান মাহমুদ।

একই দিনে, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রবিষয়ক হাই-রিপ্রেজেন্টেটিভ জোসেপ বোরেল ফন্টেলেসের সঙ্গে বিনিময় করেন সফরত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।
এ সময় ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারা বাংলাদেশের সঙ্গে বিভিন্ন বিষয়ে ইইউ’র সহযোগিতা বৃদ্ধি এবং অংশীদারিত্ব জোরদার করার মাধ্যমে একসঙ্গে কাজের আগ্রহ ব্যক্ত করেন বলে জানায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানিয়েছে যে নেদারল্যান্ডস, অস্ট্রিয়া, হাঙ্গেরি, পর্তুগাল, লিথুয়ানিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করেছেন হাছান মাহমুদ। বৈঠকগুলোত বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে।বৈঠকে বাংলাদেশর পররাষ্ট্রমন্ত্রী, রোহিঙ্গাদের পূর্ণ অধিকারসহ প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বৃদ্ধির জন্য সকলের প্রতি অনুরোধ জানান।

bdnewseu/3rdFebruary/ZI/Politics


আরো বিভন্ন ধরণের নিউজ