বিদেশে অবস্থানরত দণ্ডিত সকলকে দেশে ফিরিয়ে
আনা হবে:আইনমন্ত্রী।আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, দেশের আদালতে সাজাপ্রাপ্ত যারা বিদেশে অবস্থান করছেন, তাদের পর্যায়ক্রমে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেবে সরকার।শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। আইনমন্ত্রীকে সাংবাদিকরা প্রশ্ন করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডনে অবস্থানরত তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে সরকার কোনো পদক্ষেপ নেবে কি না। জবাবে তিনি বলেন, “ইতোমধ্যে যেসব পদক্ষেপ নেয়া হয়েছে, সেগুলো আমরা আরো জোরদার করার চেষ্টা করবো।”
আরেক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ড. ইউনূসকে আইনের বিধান মেনে সাজা দেয়া হয়েছে।“এ মামলার যতটুকু কাগজপত্র দেখেছি, আমি বলতে পারি, আইন অনুযায়ী বিচার হয়েছে। এর বেশি কিছু বলবো না;” যোগ করেন তিনি। উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আগামী সংসদ অধিবেশনে শ্রম আইন পাস হবে বলে জানান আইনমন্ত্রী আনিসুল হক।
bdnewseu/26January/ZI/politics