রাজনৈতিক সংগ্রামের পাশাপাশি জনগণের স্বার্থের ন্যায়সঙ্গত লড়াইয়ের সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধ করতে হবে: বাবু ।গণসংহতি আন্দোলন ফুলতলা উপজেলা কমিটির উদ্যোগে গতকাল ১৯ জানুয়ারি শুক্রবার দুপুর ২ টায় মশিয়ালী গ্রামে এক পুনর্মিলনী অনুষ্ঠান উপজেলা আহবায়ক মোঃ অলিয়ার রহমান শেখের সভাপতিত্বে এবং সদস্য সচিব বিল্লাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য জুলহাসনাইন বাবু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলন খুলনা জেলা কমিটির আহ্বায়ক মুনীর চৌধুরী সোহেল।
শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সদস্য মোঃ মোজাম্মেল হক খান, নওয়াপাড়া পৌরসভার সাবেক কাউন্সিলর শামসেদ আলম শমসের, দৌলতপুর জুট মিল কারখানা কমিটির সভাপতি নূর মোহাম্মদ, প্লাটিনাম জুটমিলের শ্রমিক নেতা মোঃ নুরুল ইসলাম, ক্রিসেন্ট জুটমিলের শ্রমিক নেতা মোশারেফ হোসেন, স্টার জুটমিলের শ্রমিক নেতা মোঃ আলমগীর হোসেন।
পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গণসংহতি আন্দোলন খুলনা জেলা কমিটির সদস্য সচিব কামরুজ্জামান টুকু, জেলা সদস্য আল আমিন শেখ, ফুলতলা উপজেলা কমিটির সদস্য টিপু সুলতান, নাদিরা খাতুন, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য জান্নাতুল ফোয়ারা অন্তরা, যশোর জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফাতেমা অনন্যা, শিক্ষক আবদুর রাজ্জাক, ক্রিসেন্ট জুটমিলের শ্রমিক নেতা মোহাম্মদ সুজন, জেজেআই শ্রমিক নেতা সামস সারফিন সামন প্রমূখ।
পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় জুলহাসনাইন বাবু বলেন, উন্নয়নের পক্ষ-বিপক্ষ, মুক্তিযুদ্ধের পক্ষ-বিপক্ষ প্রচার করে চরম স্বৈরতান্ত্রিক সরকার জনগণকে বিভ্রান্ত করতে চায়। আমরা যখন জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াই করছি, জনগণের স্বার্থের ন্যায়সঙ্গত লড়াইয়ের বিপরীতে উন্নয়ন বা মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ এর ধুয়ো তুলে জনগণকে বিভ্রান্ত করছে, বিভক্ত করছে বর্তমান সরকার। এই বিভক্তি বা বিভাজনের চক্রান্ত প্রতিহত করতে হবে।
তিনি আরও বলেন, আমাদের এই লড়াই জনগণের সার্বিক মুক্তির লড়াই। আমরা চাই জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা। এই ব্যবস্থা প্রতিষ্ঠা হলে জনগণ তাদের আত্মমর্যাদা ফিরে পাবে, রাষ্ট্রীয় বিধিব্যবস্থা গণতান্ত্রিক হবে। রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর ঘটবে। কিন্তু জনগণের ভোটা ধিকারের লড়াই সর্বস্তরের জনগণকে একই সূত্রে গাঁথতে পারেনি।
তাই এমুহূর্তে আমাদের জররী কর্তব্য হলো, রাজনৈতিক সংগ্রামের পাশাপাশি সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধ করা। ভোটাধিকারের লড়াইকে সামাজিক পরিসর পর্যন্ত বিস্তৃত করা। ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে রাষ্ট্রের সার্বভৌমত্ব ও মর্যাদা প্রতিষ্ঠায় রাজনীতির পাশাপাশি সামাজিকভাবেও প্রতিরোধ গড়ে তুলতে হবে।
bdnewseu/26January/ZI/bhola