• শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
সিরিয়ার দীর্ঘ ৫৪ বছরের পতন আসাদের পলায়ন ভোলার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান “পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার” সনদপত্র অর্জন ভিয়েনা বিশ্বের মানুষের বাসযোগ্য শ্রেষ্ঠ শহর থেকে একধাপ সরে এলো মারাত্মক বন্যার কবলে মালয়েশিয়া মধ্যপ্রাচ্যে অস্ট্রিয়ার মানবিক সহায়তা সাড়ে সাত মিলিয়ন ইউরো জার্মানির অভিবাসন নীতি বদলে ফেলার বিপক্ষে চ্যান্সেলর ওলাফ শলৎস অভ্যুত্থান পরবর্তী লুটপাট বন্ধ হওয়ায় ভারত বাংলাদেশে আগ্রাসন চালাতে চায়:রিজভী ভোলার বীর সন্তান শহীদ শাকিল কে স্মরণীয় রাখতে ডিসি কে স্মারকলিপি প্রদান দেশকে তপ্ত শ্মশানে পরিণত করতে চাই:জামায়াত ঝালকাঠি তে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ক্যাবের মানববন্ধন

১৫ টি পাইপগান ১২ বোর লিডবল শিশা সহ ভোলায় তিন ব্যক্তি আটক

তানজিল হোসেন, ভোলা
আপডেট : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪

লোহার তৈরী ১৫ টি পাইপগান ১২ বোর লিডবল শিশা সহ ভোলায় তিন ব্যক্তি আটক।ভোলা জেলার ডিবি পুলিশের অভিয়ানে ২টি দেশীয় লোহার তৈরী সচল পাইপগান, ১৫টি ১২ বোর লিডবল (শিশা) কার্তুজ উদ্ধার সহ ৩ ব্যক্তি আটক।পুলিশ সুপার মাহি দুজ্জামান বিপিএম-সেবা এর দিকনির্দেশনায় মোঃ মামুন অর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ভোলা। আছাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্) ভোলার তত্ত্বাবধানে, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ভোলার, নেতৃত্বে।

ভোলা সদর মডেল থানাধীন রাজাপুর ইউনিয়নের ০৩নং ওয়ার্ডস্থ কন্দকপুর সাকিনের কোড়ালিয়া জামে মসজিদের পূর্ব পাশে পাকা রাস্তা মাথায় মেঘনা নদীর পাড়ে কাঁচা রাস্তার উপর হইতে ২টি দেশীয় লোহার তৈরী সচল পাইপগান, ১৫টি ১২ বোর লিডবল (শিশা) কার্তুজ উদ্ধার করছে ভোলা ডিবি পুলিশের একটি চৌকস টিম। গত ২৩-১-২০২৪ তারিখ রাত ২০.২০ ঘটিকায় সময় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভোলা এসআই (নিঃ)/ মোঃ আসাদুজ্জামান খান সংগীয় অফিসার ও ফোর্স সহ অবৈধ অস্ত্র, গুলি, মাদকদ্রব্য উদ্ধার এবং ওয়ারেন্ট তামিলের বিশেষ অভিযান পরিচালনা করেন।

ভোলা সদর মডেল থানাধীন রাজাপুর ইউনিয়নের ০৩ নং ওয়ার্ডস্থ কন্দকপুর সাকিনের কোড়ালিয়া জামে মসজিদের পূর্ব পাশে পাকা রাস্তা মাথায় মেঘনা নদীর পাড়ে কাঁচা রাস্তার উপর হইতে আসামী ১। মোঃ মিরাজ খালাসী (৪০) পিতা- মোজাম্মেল খালাসী, মাতা-রিজিকা, সাং-কন্দকপুর
(খালাসী বাড়ি) ০৩ নং ওয়ার্ড, রাজাপুর ইউপি, ২। মোঃ আব্বাস (২৮) পিতা-মৃত আব্দুর রশিদ, মাতা- মানিকজান, সাং-গঙ্গাকৃত্তি (নাছির মাঝি) ০৬ নং ওয়ার্ড, ধনিয়া ইউপি, ৩। মোঃ রুবেল বেপারী (২৮), পিতা- মোঃ শফিক বেপারী, মাতা- ফিরোজা বেগম, সাং-চরমনোষা, ০৬ নং ওয়ার্ড (বেপারী বাড়ি) রাজাপুর ইউপি, সর্ব থানা ও জেলা-ভোলাদেরকে ২টি দেশীয় লোহার তৈরী সচল পাইপগান, ১৫টি ১২ বোর লিডবল (শিশা) কার্তুজ সহ গ্রেফতার করা হয়।

২ টি দেশীয় লোহার তৈরী সচল পাইপগান, ১৫ টি ১২ বোর লিডবল (শিশা) কার্তুজ উদ্ধার সহ ৩ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন।

bdnewseu/26January/ZI/bhola


আরো বিভন্ন ধরণের নিউজ