বরিশালে পাঠক সৃষ্টির লক্ষ্য মওলানা ভাসানী পাঠাগারের নতুন উদ্যোগ। ১১ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১১ টায় মওলানা ভাসানী পাঠাগারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বই পড়ার আগ্রহ তৈরির লক্ষ্য বরিশাল নগরীর ২৬ নং ওয়ার্ডের আবদুল আজিজ খান মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান ও সাহিত্য বিষয়ক বিভিন্ন বই বিতরন করা হয়।এ সময় উপস্থিত ছিলেন মওলানা ভাসানী পাঠাগারের সভাপতি দেওয়ান আবদুর রশিদ নীলু, সাধারণ সম্পাদক সাকিবুল ইসলাম সাফিন, আব্দুল আজিজ খান বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মাজহারুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক জনাব ফয়সাল হোসেন, সহকারী শিক্ষক জনাব আল আমিন, সোহাগ হোসেন, সঞ্জিব হালদার, হাসিবুল হাসান, মো: হালিম, মোসা: সালমা বেগম প্রমুখ।
বই বিতরন কর্মসূচিতে আলাপকালে মওলানা ভাসানী পাঠাগারের সভাপতি দেওয়ান আবদুর রশিদ নীলু জাতীয় পুনর্গঠনের লক্ষ্যে গণতান্ত্রিক শিক্ষাব্যবস্থার গুরুত্ব তুলে ধরেন৷ তিনি বলেন, “আগামীর বাংলাদেশ গড়ার অন্যতম কর্মপদ্ধি হলো দেশে বিজ্ঞানভিত্তিক একমুখী শিক্ষা ব্যবস্থা চালু করা।
মাতৃভাষায় শিক্ষা দেশের সকল জাতিগোষ্ঠীকে গভীর জ্ঞান অর্জনে উদ্ভুদ্ধ করবে। তরুন প্রজন্মের মধ্যে বই পড়ার আগ্রহ ছড়িয়ে দিতে পারলে তারা তার মধ্য থেকে নতুন কল্পনা হাজির করতে পারবে। যা বিজ্ঞানভিত্তিক সমাজ গঠনে সহায়ক ভূমিকা পালন করবে।”
bdnewseu/17thJanuary/ZI/barishal