• বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
বিজ্ঞপ্তি
প্রিয় পাঠক আমাদের সাইটে আপনাকে স্বাগতম এই সাইটি নতুন ভাবে করা হয়েছে। তাই ১৫ই অক্টোবর ২০২০ সাল এর আগের নিউজ গুলো দেখতে ভিজিট করুন : old.bdnewseu24.com

ভোলা ১ বিজয়ী তোফায়েল নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিদ্দিকুর রহমান

তানজিল হোসেন, ভোলা
আপডেট : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪

ভোলায় ১,৮৬,৭৯৯ ভোটে বিজয়ী তোফায়েল আহমেদদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা সদর ১ আসনের সাবেক বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ ৪র্থ বারের মতো ক্ষমতাসীন আওয়ামী লীগের হয়ে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য হিসেবে বিজয়ী হলেন। ৭ জানুয়ারি রবিবার সন্ধ্যার পর ভোট গণনা শেষে সহকারী রিটার্নিং অফিসারের ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে ফলাফল প্রকাশ করেন সজল চন্দ্র শীল, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ১১৫ ভোলা-১ ভোলা সদর, ভোলা।নির্বাচনে আওয়ামী লীগের সংসদ সদস্য আলহাজ্ব তোফায়েল আহমেদ নৌকা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১ লক্ষ ৮৬ হাজার ৭’শত ৯৯ টি। তার নিকট তম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ ছিদ্দিকুর রহমান জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ মশাল প্রতীক নিয়ে ৩ হাজার ৮’শত ২১ টি। এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী,মোঃ শাহজাহান মিয়া জাতীয় পার্টি লাঙ্গল প্রতীক নিয়ে ৫ হাজার ৯’শত ৮০ টি।

উল্লেখ্য, এ উপজেলায় সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ১ লাখ ৯৯ হাজার ৩’শত ৪৯ টি। মোট বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ৯৬ হাজার ৬০০’শত। বাতিলকৃত ভোটের সংখ্যা ২ হাজার ৭’শত ৪৯ টি।

জেলা প্রশাসক মোঃ আরিফুজ্জামান ও রিটার্নিং অফিসার এবং পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান বিপিএম, ভোলা। আরও উপস্থিত ছিলেন ডাঃ কে এম শফিকুজ্জামান, সিভিল সার্জন, ভোলা। অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ গণসহ, সরকারি বিভিন্ন ইউনিটের কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিবৃন্দ সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দগণ উপস্থিত ছিলেন।

bdnewseu/8thJanuary/ZI/bhola


আরো বিভন্ন ধরণের নিউজ