• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম
সিরিয়ার দীর্ঘ ৫৪ বছরের পতন আসাদের পলায়ন ভোলার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান “পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার” সনদপত্র অর্জন ভিয়েনা বিশ্বের মানুষের বাসযোগ্য শ্রেষ্ঠ শহর থেকে একধাপ সরে এলো মারাত্মক বন্যার কবলে মালয়েশিয়া মধ্যপ্রাচ্যে অস্ট্রিয়ার মানবিক সহায়তা সাড়ে সাত মিলিয়ন ইউরো জার্মানির অভিবাসন নীতি বদলে ফেলার বিপক্ষে চ্যান্সেলর ওলাফ শলৎস অভ্যুত্থান পরবর্তী লুটপাট বন্ধ হওয়ায় ভারত বাংলাদেশে আগ্রাসন চালাতে চায়:রিজভী ভোলার বীর সন্তান শহীদ শাকিল কে স্মরণীয় রাখতে ডিসি কে স্মারকলিপি প্রদান দেশকে তপ্ত শ্মশানে পরিণত করতে চাই:জামায়াত ঝালকাঠি তে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ক্যাবের মানববন্ধন

স্থানান্তরিত হতে যাচ্ছে প্রাচীন সভ্যতার লীলাভূমি মিসরের রাজধানী

সাদমান সাকিব,( মিশর) কায়রো
আপডেট : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪

নির্মাণশিল্পে মুনশিয়ানা দেখানো ঐতিহাসিক শহর কায়রো মিসরীয়দের রাজধানী। তবে আর কিছুদিন পরই নতুন শহরে স্থানান্তরিত হতে যাচ্ছে প্রাচীন সভ্যতার লীলাভূমি মিসরের রাজধানী।বিশ্বের ঘনবসতি শহরের শীর্ষে কায়রো। ওয়ার্ল্ডোমিটারসের তথ্যানুযায়ী বর্তমানে শহরটিতে ১০ কোটিরও বেশি মানুষের বাস। বিপুল এই জনসংখ্যার চাপ কমাতেই নতুন রাজধানী নির্মাণের উদ্যোগ।বর্তমান রাজধানী কায়রো থেকে ৪৫ কিলোমিটার পূর্বে মরুভূমির ওপর গড়ে তোলা হচ্ছে হাইটেক মডেল শহর। যেখান থেকেই পরিচালিত হবে দেশের সব প্রশাসনিক কাজ। প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসির মেগা প্রজেক্টগুলোর মধ্যে সবচেয়ে বড় এটি।

নির্মাণকাজ পুরোপুরি শেষ না হলেও শহরটিতে এরই মধ্যে কাজ শুরু করেছে বিভিন্ন মন্ত্রণালয়। কাজ শেষ হয়েছে ১ লাখ হাউজিং ইউনিটের। যেখানে বসবাস শুরু করেছে প্রায় ১২শ’ পরিবার। প্রজেক্ট সংশ্লিষ্টরা জানান, চলতি বছরের মার্চ মাসের মধ্যেই বড় বড় ব্যাংক ও ব্যবসা প্রতিষ্ঠান নতুন রাজধানীতে তাদের কার্যক্রম পরিচালনা করবে।

অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল ফর আরবান ডেভলপমেন্টের চেয়ারম্যান খালেদ আব্বাস বলেন, গত বছরের মার্চ থেকেই মন্ত্রণালয়গুলো নতুন রাজধানীতে কাজ শুরু করেছে। কয়েক হাজার মানুষ স্থায়ীভাবে এখানে থাকতেও শুরু করেছে। প্রতিদিন কাজের তাগিদে শহরটিতে আসে প্রায় ৪৮ হাজার মানুষ।

২০৩০ সালের মধ্যে ৪ ধাপে কায়রো থেকে পুরোপুরি সরিয়ে নেয়া হবে রাজধানী। প্রথম দুই ধাপে ১৫ লাখ করে মোট ৩০ লাখ মানুষ স্থায়ীভাবে বসবাস শুরু করবে অত্যাধুনিক এই শহরে। খালেদ আব্বাস বলেন, প্রথম ধাপ শুরু হয়ে গেছে। দ্রুতই দ্বিতীয় ধাপের কাজ শুরু করতে চাই। এরইমধ্যে মানুষ বসবাস শুরু করেছে। ফলে যতদ্রুত সম্ভব পানি-বিদ্যুৎ-রাস্তা-ঘাট, হাসপাতাল সুবিধা নিশ্চিত করতে হবে।

কায়রোর ঐতিহ্য ও নকশার উপর ভিত্তি করেই তৈরি হচ্ছে নতুন শহরটি। হাইটেক এই মডেল শহরে থাকবে নজরকাড়া সব স্থাপনা। যেখানে নীল নদের পানি দিয়ে বানানো হচ্ছে কৃত্রিম নদী ‘গ্রীন রিভার’। তৈরি হচ্ছে প্রায় ১ লাখ ধারণক্ষমতা সম্পন্ন অলিম্পিক সিটি। প্রায় ৭শ’ বর্গকিলোমিটার আয়তনের শহরটি হবে সিঙ্গাপুরের সমান। যার নির্মাণ ব্যয় প্রায় ৬০ বিলিয়ন ডলার।

bdnewseu/5thJanuary/ZI/Cairo

 


আরো বিভন্ন ধরণের নিউজ