কুয়ালালামপুরে ইমিগ্রেশনের অভিযানে ২৫২ বাংলাদেশিসহ আটক ৫৬৭ অভিবাসী। মালয়েশিয়ার কুয়ালালামপুরে স্থানীয় নাগরিকদের অভিযোগের ভিত্তিতে ২৫২ বাংলাদেশিসহ ৫৬৭ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।শনিবার (৩০ ডিসেম্বর) গভীর রাতে কুয়ালালামপুরের বাংসারের আবদুল্লাহ হুকুমের একটি অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে বৈধ ভ্রমণ নথি না থাকাসহ বিভিন্ন অপরাধে তাদেরকে আটক করা হয়।কুয়ালালামপুর ইমিগ্রেশনের পরিচালক স্যামসুল বদরিন মহসিন জানিয়েছেন, এলাকায় বিদেশিদের আগমনের বিষয়ে স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে এক সপ্তাহ ধরে নজরদারির পর শুক্রবার রাত ১টা ১৫ মিনিটের দিকে শুরু হয়ে প্রায় তিন ঘণ্টা ধরে চলে এই অভিযান।
অভিযানে মোট ১ হাজার বিদেশিকে চেক করে ৫৬৭ জন অভিবাসীকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিদের মধ্যে ২৫২ জন বাংলাদেশি, ১৬৩ জন নেপাল, ৭৫ জন মিয়ানমার, ৭২ জন ইন্দোনেশিয়া ৭২, ফিলিপাইন ৪জন ও ভারতের ১ জন নাগরিক রয়েছে।
অভিযানের পর ইমিগ্রেশনের পরিচালক সাংবাদিকদের বলেন, ‘এক থেকে ৫৫ বছর বয়সী আটক অবৈধ অভিবাসীদের বুকিত জলিল ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে নেওয়া হয়েছে এবং অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ৬(১)(সি) অনুসরণ করে তদন্ত করা হচ্ছে।’
এদিকে, ইমিগ্রেশনের অভিযানের সময় আতঙ্কিত হয়ে দ্রুত সিড়ি দিয়ে নিচে নামার সময় স্ট্রোক করে মান্নান নামে এক প্রবাসী বাংলাদেশি মৃত্যুবরণ হয়েছে। মান্নানের দেশের বাড়ি ময়মনসিংহ বলে জানা গেছে।
bdnewseu/31thDecember/ZI/Malaysia