ভোলার দক্ষিণ আইচায় ৩৯ বছরের পলাতক আসামি গ্রেফতার। ভোলার দক্ষিণ আইচা থানায় ডাকাতি, অস্ত্র ও বনআইনে মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি নূর মোহাম্মদ (৪০) কে গ্রেফতার করেছে দক্ষিণ আইচা থানা পুলিশের একটি চৌকস টিম।জেলার পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান বিপিএম-সেবা এর দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ, সাঈদ আহমেদ, পিপিএম দক্ষিণ আইচা থানার তত্ত্বাবধানে এস আই আঃ খালেক, এস আই নেছার উদ্দিন এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ ইং গত ২৮ বৃহস্পতিবার রাত অনুমান ১০.০০ ঘটিকার সময়।
পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১২ বছর পলাতক থাকার পর আসামী নূর মোহাম্মদ, সাং- দক্ষিণ আইচা ০৬ নং ওয়ার্ড, থানা-দক্ষিণ আইচা, জেলা- ভোলাকে তাহার বাড়ীর পাশের বেড়িবাধের উপর হইতে গ্রেফতার করা হয়ছে দক্ষিণ আইচা থানা টিম।
গ্রেফতারকৃত আসামিকে ভোলার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান দক্ষিণ আইচা থানা পুলিশ।
bdnewseu/30thDecember/ZI/bhola