গ্রিসে টানা তিন বছর বসবাস করলেই মিলবে বৈধতা।
প্রবল কর্মী চাহিদার জন্য গ্রিস সরকার বিপাকে থাকায় দফায়, দফায় বিভিন্ন দেশের সাথে কর্মী আনার চুক্তি করা সহ তার দেশে বসবাস করা অবৈধ শ্রমিকদের বৈধতা প্রদান করে গ্রিক শ্রমবাজারে যুক্ত করছে।প্রথম ধাপে বাংলাদেশ,পাকিস্তান,ভারত,মলদোভা,জর্জিয়া ও মিশরের সাথে কর্মী আনার চুক্তি করেছিলো গ্রিস।দ্বিতীয় ধাপে গ্রিসে বসবাস করা প্রায় ১২,০০০ বাংলাদেশি অনিয়মিত অভিবাসীকে পাঁচ বছরের জন্য বৈধতা প্রদান করেছে গ্রিক সরকার।তারপরও প্রবল শ্রমিক চাহিদার কারনে সম্প্রতি গ্রিক সরকার অনিয়মিত অভিবাসীদের বৈধতার জন্য নতুন নীতিমালা করেছে।
তৃতীয় দেশগুলির নাগরিক যারা ৩০শে নভেম্বর,২০২৩ পর্যন্ত গ্রিসে টানা তিন বছর অনিয়মিত হিসেবে বসবাস করেছিলেন, তাদের এখন বিকেন্দ্রীভূত প্রশাসনের সচিবালয়ের দ্বারা একটি আইনি বসবাসের অনুমতি পাওয়ার অধিকার রয়েছে৷এই সংশোধনীটি শ্রম ও সামাজিক নিরাপত্তা মন্ত্রকের বীমা বিলে জমা দেওয়া হয়েছিল এবং এখন, অনুচ্ছেদ ৪ সহ,শর্তগুলি সরল করা হয়েছে।গ্রিক সরকার ধারণা করছে এই আইন শিথিল করার কারনে প্রায় ৩০,০০০ অনিয়মিত কর্মী, নিয়মিত হওয়ার সুযোগ লাভ করবে এবং তারা গ্রিসের বিভিন্ন কাজের সেক্টরে কর্মী চাহিদা পূরণ করে অর্থনীতিকে শক্তিশালী করবে।
আগের আইনে একটানা সাত বছর গ্রিসে বসবাস করে বৈধতার জন্য আবেদন করা যেত।বর্তমানে গ্রিক সংসদে সেই আইন থেকে চার বছর কমিয়ে তিন বছরে নামিয়ে আনা হয়েছে।অর্থাৎ এখন থেকে গ্রিসে একটানা তিন বছর বসবাস করলেই বৈধতার জন্য আবেদন করা যাবে।তবে এজন্য কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে।যেমন:
৩০শে নভেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত যারা গ্রিসে রয়েছেন শুধুমাত্র তারা এই আইনে আবেদন করার সুযোগ পাবেন।
টানা তিন বছর বসবাসের জন্য প্রমানপত্র জমা দিয়ে আবেদন করতে হবে।এই আইনে আবেদন করার জন্য অবশ্যই একজন নিয়োগকর্তার নিকট হতে চাকরির নিশ্চয়তা(মালিক লেটার) জমা দিতে হবে।এই আইনে পারিবারিক পূর্ণমিলন করার(গ্রীসে নিজ পরিবার আনা)অধিকার দেওয়া হবেনা।এই বৈধতা কখনই স্থায়ী বৈধতা হিসেবে গণ্য করা হবেনা এবং এটি গ্রীক নাগরিকত্ব লাভের সুযোগ দেয়না।
গ্রিসে পূর্বে কোন অপরাধ করেছেন এমন কাউকে এই আইনে বৈধতা প্রদান করে না।
নিউজ লিংক:
https://www.protothema.gr/greece/article/1446601/me-tropologia-sto-asfalistiko-nomimopoioudai-paranomoi-metanastes-pou-zoun-stin-ellada-gia-tria-hronia/
bdnewseu/15thDecember/ZI/Athens