ইউক্রেনকে সদস্য করতে আলোচনায় রাজি ইইউ।
ইউক্রেন এবং মলদোভার সাথে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ)সদস্যপদ নিয়ে আলোচনা শুরু করার এবং জর্জিয়াকে প্রার্থীর মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় নেতারা।বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ব্রাসেলসে এক শীর্ষ সম্মেলনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইইউর এই সিদ্ধান্তকে তার দেশ এবং ইউরোপের ‘জয়’ হিসেবে স্বাগত জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেলের একজন মুখপাত্র জানিয়েছেন চুক্তিটি সর্বসম্মত ছিল।উল্লেখ্য যে,দীর্ঘদিন ধরে কিয়েভের সাথে শুরু হওয়া আলোচনার বিরোধিতা করে আসছে হাঙ্গেরি। তবে এই পদক্ষেপে এবার কোনও ভেটো দেয়নি দেশটি। ব্রাসেলস থেকে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে ,ভোটাভুটির সময় হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান মুহূর্তের মধ্যেই কক্ষ ত্যাগ করেন। একে পূর্ব সম্মতি ও গঠনমূলক পদ্ধতি হিসেবে বর্ণনা করেছেন কর্মকর্তারা। এসময় বাকি ২৬ নেতা ভোট দিয়ে এগিয়ে যান।
পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় অরবান বলেন, ‘ইউক্রেনের ইইউ সদস্যপদ একটি খারাপ সিদ্ধান্ত ইইউর। তাই হাঙ্গেরি এমন সিদ্ধান্তের অংশ হতে চায় না। এর ফলে হাঙ্গেরি আজকের এ সিদ্ধান্ত থেকে দূরে ছিল।’
ইইউর এ ঘোষণায় বেশ খুশি হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি বলেন, ‘এটি ইউক্রেনের জন্য একটি বিজয়। সমগ্র ইউরোপের জন্য একটি বিজয়। এটি এমন একটি বিজয় যা অনুপ্রাণিত ও শক্তিশালী করে।’
এখানে উল্লেখ্য যে,২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরু করার পর ইউরোপীয় ইউনিয়নে যোগদানের জন্য আবেদন করেছিল ইউক্রেন ও মলদোভা। এই বছর জুনে উভয় দেশকেই প্রার্থীর মর্যাদা দেওয়া হয়েছিল এবং জর্জিয়ার প্রার্থীতার মর্যাদার বিষয়টি সেই সময়ে পাস হয়েছিল।
ইউক্রেন এবং মলতোভা সঙ্গে ইইউতে যোগদানের আলোচনার পথ খোলার জন্য ইইউর ‘ঐতিহাসিক’ এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। একে ‘তাদের ইউরো-আটলান্টিক আকাঙ্ক্ষা পূরণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ বলে অভিহিত করেছেন তিনি।
ইউরোপীয় ইউনিয়নে যোগদানের বিষয়ে আলোচনায় কয়েক বছর সময় লাগতে পারে। তাই বৃহস্পতিবারের এ সিদ্ধান্ত ইউক্রেনের সদস্যপদ নিশ্চিত করবে না।
bdnewseu/15thDecember/ZI/EU