শায়খুল হাদিস আল্লামা ইমদাদুল হক হবিগঞ্জী’র ইন্তেকাল
বৃহত্তর সিলেটের আরেক রত্ন খলিফায়ে শায়খে ফুলবাড়ী শায়খুল হাদিস আল্লামা ইমদাদুল হক হবিগঞ্জী রহ. মাওলার ডাকে সাড়া দিয়ে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিয়ুন।
আজ ৬ ডিসেম্বর ইংল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধেীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এই শতকের হাদীসে নববী (সা.) এর বড় এক পন্ডিত, বহু গ্রন্থ রচয়িতা, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এর সম্পাদনা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, জাতীয় ঈদগাহের সাবেক খতীব, হাজী ক্যাম্পের সাবেক মুয়াল্লিম, রাজধানী ঢাকা ও সিলেটের দরগা মাদ্রাসাসহ বহু মাদরাসার সাবেক শাইখুল হাদীস, সাউথ এশিয়াসহ আরব বিশ্বে সমাদৃত বুখারী শরীফের আরবী অনবদ্য ব্যাখ্যাগ্রন্থ “হিদায়াতুস সারী ইলা দিরাসাতিল বুখারী’র গর্বিত লেখক, সৌদী আরব সরকার কতৃক নিয়োগকৃত হয়ে মসজিদে নববীর হাদীসের শায়খ, সিলেটের ঐতিহ্যবাহী জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গার বর্তমান শাইখুল হাদীস, আল্লামা তাফাজ্জুল হক মুহাদ্দিসে হবিগঞ্জী রহ. এর ছোটভাই, অসংখ্য মুহাদ্দিস ও মুফাসসির গড়ার কারিগর এবং আল্লামা আব্দুল মতিন শায়েখে ফুলবাড়ী রহ. এর বিশিষ্ট খলিফা
শায়খুল হাদিস আল্লামা ইমদাদুল হক হবিগঞ্জী রহ. মাওলার ডাকে সাড়া দিয়ে চলে যাওয়ার খবরে দেশ বিদেশের আলেম উলামা মশায়েখ সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মধ্যে শোকের ছায়া বিরাজমান।
আল্লাহ তায়ালা হযরতকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌসের আলা মাকাম নসিব করুন এবং পরিবার পরিজন সহ গুণগ্রাহী সকলকে সবরে জামিল আতা ফরমান এই ফরিয়াদ মনেপ্রাণে মাবুদের দরবারে।
বিডিনিউজ ইউরোপ /৬ ডিসেম্বর / জই