• শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
সিরিয়ার দীর্ঘ ৫৪ বছরের পতন আসাদের পলায়ন ভোলার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান “পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার” সনদপত্র অর্জন ভিয়েনা বিশ্বের মানুষের বাসযোগ্য শ্রেষ্ঠ শহর থেকে একধাপ সরে এলো মারাত্মক বন্যার কবলে মালয়েশিয়া মধ্যপ্রাচ্যে অস্ট্রিয়ার মানবিক সহায়তা সাড়ে সাত মিলিয়ন ইউরো জার্মানির অভিবাসন নীতি বদলে ফেলার বিপক্ষে চ্যান্সেলর ওলাফ শলৎস অভ্যুত্থান পরবর্তী লুটপাট বন্ধ হওয়ায় ভারত বাংলাদেশে আগ্রাসন চালাতে চায়:রিজভী ভোলার বীর সন্তান শহীদ শাকিল কে স্মরণীয় রাখতে ডিসি কে স্মারকলিপি প্রদান দেশকে তপ্ত শ্মশানে পরিণত করতে চাই:জামায়াত ঝালকাঠি তে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ক্যাবের মানববন্ধন

আজ অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত

আরব আমিরাত থেকে নিজস্ব প্রতিনিধি
আপডেট : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩

আজ অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত । সেমিতে তাদের প্রতিপক্ষ ভারত। বুধবার শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপের ৩ টি ম্যাচের সবগুলো জিতে সেমিতে যায় জুনিয়ার টাইগাররা। দুবাইতে অনুষ্ঠিত আজকের সেমিফাইনাল ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১ টায়।

অন্যদিকে বি গ্রুপে তিন ম্যাচের দুটিতে হেরে গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে শ্রীলঙ্কা। তাদের টপকে সেমিতে জায়গা করে নেয় সংযুক্ত আরব আমিরাত। গ্রুপ এ’র শীর্ষে থেকে পাকিস্তান পেয়েছে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ আরব আমিরাতকে। অন্যদিকে এ গ্রুপের রানার আপ ভারতকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বাংলাদেশ।

১৩ ডিসেম্বরের ম্যাচে বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়েছে ৬ উইকেটে। সেঞ্চুরি পেয়েছেন টাইগার ওপেনার আশিকুর রহমান শিবলী। ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত খেলে ১১৬ রানে অপরাজিত ছিলেন তিনি।

৮ টি দল নিয়ে দুবাইতে শুরু হয়েছে দশম অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ। দলগুলো ছিল বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও বাছাই খেলে আসা জাপান, ভারত, পাকিস্তান এবং বাছাই পর্ব পেরিয়ে আসা সংযুক্ত আরব আমিরাত এবং নেপাল।

লাইভ খেলা দেখা যাবে টি স্পোর্টস এবং ইউটিউবে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসি চ্যানেলে।

bdnewseu/15thDecember/ZI/UAE


আরো বিভন্ন ধরণের নিউজ