অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় মাদানী কোরআন স্কুলের ২০তম কোরআন সবক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
এ বছর ৫০ জন ছাত্রছাত্রী কায়দা শেষ করে পবিত্র
কোরআন শরীফ পড়ার সবক নিয়েছে।শনিবার (৯ ডিসেম্বর) ভিয়েনার ১১ নাম্বার ডিস্ট্রিক্টের সেন্ট্রাল কবরাস্থান সংলগ্ন Simmeringer Haupts traße এর একটি বড় হলে মাদানী কোরআন স্কুল ভিয়েনার ২০তম কোরআন সবক অনুষ্ঠান এক অনাড়ম্ভর অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হয়েছে।অনুষ্ঠানে ভিয়েনায় অবস্থিত সৌদি আরব সহ একাধিক মুসলিম দেশের কূটনৈতিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। তাছাড়াও অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ এবং ছাত্রছাত্রীদের অভিভাবক সহ বিপুল সংখ্যক আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন।
মাদানী কোরআন স্কুলের পরিচালক ও অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির সিনিয়র ইমাম ড.মোহাম্মদ ফারুক আল মাদানীর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব পালন করেন স্কুলের শিক্ষক মুয়াজ আহমেদ। আর অনুষ্ঠানের প্রযুক্তিগত কাজ পরিচালনার দায়িত্বে ছিলেন কমিউনিটির তরুণ হাফেজ মুয়াজ আহমেদ।
অনুষ্ঠানের শুরুতেই মাদানী কোরআন স্কুলের জনৈক শিক্ষক যারা কায়দা শেষ করেছে,তাদের থেকে ডজন খানেক ছাত্রছাত্রীদের আল কোরআনের প্রথম সূরা
আল ফাতিহা তেলাওয়াত করে কোরআন পড়ার শুভ সূচনা করেন। তেলাওয়াতের পর আমন্ত্রিত একজন জনৈক কূটনৈতিককে নিয়ে পরিচালক শায়খ ফারুক আল মাদানী ছাত্রছাত্রীদের বিশেষ সনদ প্রদান করেন।
এখানে উল্লেখ্য যে,মাদানী কোরআন স্কুল বর্তমানে অস্ট্রিয়া মুসলিম কমিউনিটিতে বেশ প্রভাব রাখছে।
স্কুলটির পরিচালক ও অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির সিনিয়র ইমাম ড.মোহাম্মদ ফারুক আল মাদানী স্থানীয় সংবাদ মাধ্যমকে এক সাক্ষাৎকারে জানান বর্তমানে ভিয়েনায় বসবাসকারী প্রবাসী বাংলাদেশী বংশোদ্ভূত ছেলেমেয়ে ছাড়াও এই কোরআন শিক্ষা স্কুলে বিশ্বের ৫৫টি বিভিন্ন দেশের প্রায় তিন শতাধিক ছাত্রছাত্রী পড়াশোনা করছে।
এই কোরআন শিক্ষা স্কুলে হেফজ বিভাগ সহ একাধিক
বিভাগ রয়েছে। অনেকে আবার স্কুল ছুটির সপ্তাহান্তে
শনিবার ও রবিবার কোরআন শিক্ষা ক্লাস করে থাকে।
তাছাড়াও স্কুলের বিভিন্ন বড় ছুটিতে বিশেষ কোর্সের
ব্যবস্থা করা হয়ে থাকে।
মাদানী কোরআন স্কুল ভিয়েনার ২০তম সবক অনুষ্ঠানে
স্কুলটির বিভিন্ন প্রজেক্টে যারা বিভিন্ন সময় সহযোগিতা
করে থাকেন তাদেরকে পরিচয় করিয়ে দেন পরিচালক শায়খ ফারুক আল মাদানী। তাছাড়াও স্কুলের ডজন খানেক শিক্ষক-শিক্ষিকার হাতে বিশেষ উপহার তুলে
দেন পরিচালক।
সবক অনুষ্ঠানে স্কুলের ৩০০ ছাত্রছাত্রী থেকে বিভিন্ন গ্রুপের সতেরটি গ্রুপ তাদের পারফরম্যান্স প্রদর্শন
করে। এই সময় তারা তাদের গ্রুপের নাম বিশিষ্ট
সাহাবা রা: এর পরিচিতি তুলে ধরেন এবং সংক্ষেপে পবিত্র কোরআন ও হাদীস থেকে তেলাওয়াত করেন
ও তার ব্যাখ্যা উপস্থাপন করে।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের জন্য মাদানী কোরআন স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকদের পক্ষ থেকে বিশ্বের
বিভিন্ন দেশের মুখরোচক চা ও নাস্তার ব্যবস্থা করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে পরিচালক ড.মোহাম্মদ ফারুক আল মাদানী সকলকে স্টেজে নিয়ে দোয়া পড়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
bdnewseu/13thDecember/ZI/Veinna