দ্বাদশ সংসদীয় নির্বাচনে ঝালকাঠি জেলায় ২টি আসনে আওয়ামীলীগ প্রার্থীসহ ১৩জনের মনোনয়ন পত্র দাখিল।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় প্রার্থীদের পদচারনায় নির্বাচনী আমেজ ফিরে এসেছে। বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনই ঝালকাঠির ২টি সংসদীয় আসনে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল চলছে। ৩০ নভেম্বর মনোনয়পত্র দাখিলের শেষ দিনই প্রার্থীরা দাখিলে নেমেছে। বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ঝালকাঠি-২ আসনে আওয়ামীলীগ মনোনীত হেভিওয়েট প্রাথীরা জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার ফারাহ্ গুল নিঝুমের কাছে বিধি বিধান অনুযায়ী মনোনয়নপত্র দাখিল করেছেন। ধারাবাহিকভাবে জাকের পার্টির মোঃ ফারুক আহম্মেদ এবং জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ফোরকান হোসেন ইমরান মনোনয়নপত্র দাখিল করেছেন।
ঝালকাঠি-২ আসনে নৌকার প্রার্থী হিসেবে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, জাতীয় পার্টির প্রার্থী নাসির উদ্দিন এমরান, জাকের পার্টির প্রার্থী মো. ফারুক আহম্মেদ ও ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী মো. ফোরকান হোসেন রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন। এ আসনে কোন সতন্ত্র প্রার্থী নেই।
ঝালকাঠি-১ আসনে নৌকার প্রার্থী হিসেবে দুইজন বজলুল হারুন ও বিএনপির ভাইসচেয়ারম্যান ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমর, জাতীয় পার্টির প্রার্থী মো. এজাজুল হক, জাকের পার্টি প্রার্থী আবু বক্কর সিদ্দিকী, তৃনমূল বিএনপির প্রার্থী জসিম উদ্দিন তালুকদার, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের মামুনুর রশীদ সিকদার ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক উপ কমিটির সদস্য এম মনিরুজ্জামান মনির, কৃষি ব্যাংকের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল হোসেন, বিএনপি থেকে বহিস্কৃত নেতা ব্যারিস্টার আবুল কাশেম ফখরুল ইসলাম, মজিবুর রহমান, নূরুল আলম সহকারি রিটার্নিং কর্মকর্তা রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বিডিনিউজ ইউরোপ/১ডিসেম্বর/জই/ঝালকাঠি