আমার নিজ অঞ্চল, মাদারীপুর-২ তথা সদর ও রাজৈর এলাকার টেকসই ও সুষম উন্নয়নের চ্যালেঞ্জ গ্রহণ এবং অবহেলিত, বঞ্চিত গণমানুষের ভাগ্যোন্নয়নের নৈতিক তাগিদে, আমি মনোনয়ন চাওয়ার পরে অনলাইন-অফলাইনে যে অভূতপূর্ব ও আকুণ্ঠ দোয়া-শুভকামনা-সমর্থন-ভালোবাসা দেখিয়েছেন, তা আমাকে দারুণভাবে অনুপ্রাণিত, আবেগাপ্লুত ও আন্তরিক কৃতজ্ঞতার বাহুডোরে বেঁধেছে!আমার কাছে রাজনীতি মানে সেবা, ভালো কাজের মাধ্যমে জনগণের পাশে থাকার নিরন্তর প্রচেষ্টা। পুরো করোনা দুর্যোগ, বন্যা, আম্পান, শীত, রমজানসহ বিগত ৪ বছরে আমি কোন পদ-পদবী ছাড়াই সারাদেশে সবচেয়ে বেশি ইতিবাচক, মানবিক কাজের মাধ্যমে প্রাণপ্রিয় নেত্রী তথা আওয়ামী লীগের পজিটিভ ব্রান্ডিং করে, নৌকার ভোট ও দলের ইমেজ বাড়িয়েছি বলে অন্তঃপ্রাণ বিশ্বাস করি। যথাযথ প্লাটফর্ম ও কাজের স্বাধীনতা পেলে জনসেবার নতুন ইতিহাস গড়ার স্বদিচ্ছা থেকেই তাই মনোনয়ন প্রত্যাশা করা।
হয়তো দলীয় মনোনয়ন পাওয়ার সেই সময়, কর্ম, শ্রম, যোগ্যতা, পরিপক্বতা, জনপ্রিয়তা এখনো হয়ে ওঠেনি!অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে প্রাণপ্রিয় নেত্রী মাঠ উন্মুক্ত করে দেয়ার পর, সারাদেশের অসংখ্য শুভাকাঙ্ক্ষী-সমর্থক, স্থানীয় নেতা-কর্মী, আপামর জনসাধারণ, ‘স্বতন্ত্র’ নির্বাচনের তাগিদ দিয়ে ভোট বিপ্লব ও জয়ের পূর্ণ আশাবাদ ব্যক্ত করেছেন। আপনাদের ইচ্ছে ও মতামতের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই, আমার সবিনয় অপারগতা প্রকাশ করছি।
আমি গোলাম রাব্বানী আপাদমস্তক ‘নৌকার মানুষ’, আজীবন রাজপথে যে নৌকার পক্ষে চোঙ্গা ফুঁকিয়ে এসেছি, সেই নৌকার বিরুদ্ধে দাঁড়িয়ে অন্য প্রতীকের পক্ষে ভোট চাওয়াটা আবেগ-বিবেক কোনটাই সায় দেয় না। কোনভাবেই মন টানে না।
আগামী তে নৌকা মার্কা পেলে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন তবে বর্তমান প্রেক্ষাপটে নৌকার বিরুদ্ধে তিনি নির্বাচন করবেন না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন সংবাদ মাধ্যমে।
বিডিনিউজ ইউরোপ/৩০নভেম্বর/জই/রাজনীতি