• শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম
সিরিয়ার দীর্ঘ ৫৪ বছরের পতন আসাদের পলায়ন ভোলার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান “পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার” সনদপত্র অর্জন ভিয়েনা বিশ্বের মানুষের বাসযোগ্য শ্রেষ্ঠ শহর থেকে একধাপ সরে এলো মারাত্মক বন্যার কবলে মালয়েশিয়া মধ্যপ্রাচ্যে অস্ট্রিয়ার মানবিক সহায়তা সাড়ে সাত মিলিয়ন ইউরো জার্মানির অভিবাসন নীতি বদলে ফেলার বিপক্ষে চ্যান্সেলর ওলাফ শলৎস অভ্যুত্থান পরবর্তী লুটপাট বন্ধ হওয়ায় ভারত বাংলাদেশে আগ্রাসন চালাতে চায়:রিজভী ভোলার বীর সন্তান শহীদ শাকিল কে স্মরণীয় রাখতে ডিসি কে স্মারকলিপি প্রদান দেশকে তপ্ত শ্মশানে পরিণত করতে চাই:জামায়াত ঝালকাঠি তে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ক্যাবের মানববন্ধন

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন নিক্সন চৌধুরী

নয়ন ফকির, ফরিদপুর
আপডেট : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন নিক্সন চৌধুরী।স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোননয় পত্র জমা দিয়েছেন ফরিদপুর-৪ আসনের পরপর ২ বারের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার মজিবুর রহমান নিক্সন চৌধুরী।বুধবার বিকেলে জেলা প্রশাসক ও জেলা রির্টারনিং অফিসার মো. কামরুল আহসান তালুকদারের কাছে তিনি মনোনয়ন পত্র জমা দেন।মনোনয়ন জমা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন নিক্সন চৌধুরী। এসময় সাংবাদিক দের প্রশ্নের জবাবে নিক্সন চৌধুরী বলেন, ‘কাজী জাফরউল্ল্যাহ আমার নির্বাচনী এলাকার ৩ থানায় ভোটে দেওলিয়া। ভোটে দেওলিয়া হয়ে এখন তিনি আমার নেতাকর্মীদের হামলা মামলার ভয় দেখিয়ে হুমকি দিচ্ছেন। তিনি বলে বেড়াচ্ছেন প্রশাসনের মাধ্যমে তিনি বিজয়ী হবেন।

কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা জানি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিগত ২ টি নির্বাচনের মত এবারো আমার এখানে সুষ্ঠু ও নিরপেক্ষ, শান্তিপূর্ন নির্বাচন অনুষ্টিত হবে।এর আগে, নিক্সন চৌধুরী অসংখ্য নেতাকর্মী নিয়ে ভাঙ্গা উপজেলা থেকে সদরপুর উপজেলা ও চরভদ্রাসন উপজেলা ঘুড়ে ফরিদপুর জেলা পরিষদ চত্বরে আসেন। সেখানে গাড়ি বহর রেখে পায়ে হেটে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে মনোনয়ন জমা দেন।

এসময় নিক্সন চৌধুরীর সাথে জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহদাৎ হোসেন, ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, চরভদ্রাসন উপজেলা চেয়ারম্যান মো. কাউসার, সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, জেলা আওয়ামীলীগের সদস্য এ্যাডভোকেট শাহেদীদ গামাল লিপু, হামিরদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের এডভোকেট শামসুল আলম রাসেল, সাবেক শহর যুবলীগের সাধারণ সম্পাদক আসিবুর রহমান ফারহান সহ ৩ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বর্তমান ও সাবেক চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।

বিডিনিউজ ইউরোপ//২৯নভেম্বর/জই/ফরিদপুর


আরো বিভন্ন ধরণের নিউজ