• শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
সিরিয়ার দীর্ঘ ৫৪ বছরের পতন আসাদের পলায়ন ভোলার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান “পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার” সনদপত্র অর্জন ভিয়েনা বিশ্বের মানুষের বাসযোগ্য শ্রেষ্ঠ শহর থেকে একধাপ সরে এলো মারাত্মক বন্যার কবলে মালয়েশিয়া মধ্যপ্রাচ্যে অস্ট্রিয়ার মানবিক সহায়তা সাড়ে সাত মিলিয়ন ইউরো জার্মানির অভিবাসন নীতি বদলে ফেলার বিপক্ষে চ্যান্সেলর ওলাফ শলৎস অভ্যুত্থান পরবর্তী লুটপাট বন্ধ হওয়ায় ভারত বাংলাদেশে আগ্রাসন চালাতে চায়:রিজভী ভোলার বীর সন্তান শহীদ শাকিল কে স্মরণীয় রাখতে ডিসি কে স্মারকলিপি প্রদান দেশকে তপ্ত শ্মশানে পরিণত করতে চাই:জামায়াত ঝালকাঠি তে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ক্যাবের মানববন্ধন

ধনবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ,সার বিতরণ

জহিরুল ইসলাম মিলন (ধনবাড়ী) টাঙ্গাইল
আপডেট : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩

ধনবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ,সার বিতরণ।টাঙ্গাইলের ধনবাড়ী জেলায় ২০২৩-২৪ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের উচ্চ ফলনশীল (উফশী) ও হাইব্রিড জাতের বীজ ব্যবহারের মাধ্যমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।গতকাল ধনবাড়ী উপজেলা কৃষি অফিস চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন। ধনবাড়ী উপজেলার নির্বাহী অফিসার মোঃ আসলাম হোসাইন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধনবাড়ী উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব হারুনার রশিদ হীরা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধনবাড়ী উপজেলা ভাইস চেয়ারম্যান শামসুল হুদা, ধোপাখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আকবর হোসেন, সাংবাদিক আনসার আলী,ধনবাড়ী উপজেলার কৃষি উপসহকারী,ফরিদ আহম্মেদ ধনবাড়ী উপজেলা প্রেসক্লাবে সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিলন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব হারুনার রশিদ হীরা বলেন, ২০২৩-২৪ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ধানের বীজ বিতরণ করা হয়েছে। আশা করছি কৃষকগন এই বীজ নিয়ে সঠিক ভাবে চারা উৎপাদন করে সফল হবেন।

উপজেলা কৃষি অফিসার মোঃ মাসুদুর রহমান জানান,২০২৩-২৪ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ধানের বীজ বিতরণ করা হয়েছে। আশা করছি কৃষকগন এই বীজ নিয়ে সঠিক ভাবে চারা উৎপাদন করে সফল হবেন।ধনবাড়ী উপজেলা কৃষি অফিসার মোঃ মাসুদুর রহমান বলেন।

ধনবাড়ী উপজেলায় ৪০০০ হাজার জন কৃষকের মাঝে বোরো ধানের ( হাইব্রিড) এবং (উফশী) ৪ হাজার ৬’শ জন কৃষকের মাঝে বোরো ধানের প্রণোদনা প্রদান করা হয়। বোরো ধানের (উফশী) প্রণোদনের ক্ষেত্রে প্রতিজন কৃষক ৫ কেজি উফশী আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার এবং বোরো ধানের( হাইব্রিড) প্রণোদনার ক্ষেত্রে প্রতি জন কৃষক ২ কেজি হাইব্রিড ধানের বীজ প্রদান করা হয়। ধনবাড়ী উপজেলা কৃষি অফিসার মোঃ মাসুদুর রহমান সঞ্চালনায় কৃষকদের হাতে বীজ তুলে দেয়া হয়।

ধনবাড়ী উপজেলার কৃষি অফিসার মোঃ মাসুদুর রহমান সঞ্চালনায় কৃষকদের হাতে বীজ তুলে দেয়া হয়।

বিডিনিউজ ইউরোপ/২৯নভেম্বর/জই/ধনবাড়ী


আরো বিভন্ন ধরণের নিউজ