হামবুর্গ পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে গাড়িতে নিজের মেয়েকে নিয়ে গেট পার হয়ে বিমান বন্দরে ঢুকে পড়া ব্যক্তিকে আটক করা হয়েছে৷ শিশুটি সুস্থ আছে বলে জানিয়েছে পুলিশ৷ শনিবার রাতে নিজের চার বছর বয়সি মেয়েকে নিয়ে বিমানবন্দরে ঢোকেন ওই ব্যাক্তি৷ এরপর নিজের মেয়েকে জিম্মি করেন তিনি৷এই ঘটনায় প্রায় ১৮ ঘণ্টা ধরে বিমানবন্দর বন্ধ ছিল৷জানা গেছে, অস্ত্রধারী ওই ব্যক্তি নিজের গাড়িতে নিজের মেয়েকে নিয়ে গেট পার হয়ে বিমানবন্দরে ঢুকে পড়ার পর তার সাথে আলোচনা চালিয়ে যাচ্ছিল পুলিশ৷
পরিস্থিতি সামলাতে ব্যাপকসংখ্যক পুলিশ এবং জার্মানির বিশেষ বাহিনী এসডাব্লিওএটি-এর সদস্যদের মোতায়েন করা হয়৷কর্তৃপক্ষের ধারণা, সন্তান কার কাছে থাকবে সে বিষয়ে বিবাদে লিপ্ত ছিলেন সেই ব্যক্তি৷ শনিবার তার স্ত্রী পুলিশকে সম্ভাব্য ‘শিশু অপহরণের’ বিষয়ে অবহিত করেন এবং এর কিছুক্ষণ পরই সে ব্যক্তি গাড়ি নিয়ে বিমানবন্দরে প্রবেশ করেন৷
পুলিশ জানায়, প্রবেশের সময় ওই ব্যক্তি বাতাসে দুই রাউন্ড গুলি এবং এক ধরনের মলটোভা ককটেল নিক্ষেপ করেন৷ এরপর টার্কিশ এয়ারলাইনসের বিমানে পাশে গিয়ে অবস্থান নেন৷
পুলিশের এক কর্মকর্তা বার্তাসংস্থা ডিপিএকে জানান, অস্ত্রধারী ওই ব্যক্তির সাথে তুর্কি ভাষায় আলোচনা চলেছে৷ ৩৫ বছরের ওই ব্যক্তি তুরস্কের নাগরিক বা জার্মানিতে বসবাসরত তুর্কি সম্প্রদায়ের কি না সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি৷
এই ঘটনায় অন্তত তিন হাজার ২০০ যাত্রী ভোগান্তিতে পড়েছেন৷ তাছাড়া ৬০টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে৷
সূত্র -রয়টার্স
বিডিনিউজ ইউরোপ/৬নভেম্বর/জই/হামবুর্গ