বাংলাদেশের নির্বাচন নিয়ে বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোর অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোর অবস্থানের কোনো পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম অলমগীর।শনিবার (১৪ অক্টোবর) রাজধানী ঢাকায়, খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে আয়োজিত প্রতীকী অনশন কর্মসূচিতে এ কথা বলেন তিনি। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাম্প্রতিক বক্তব্যের নিন্দা জানান মির্জা ফখরুল। তিনি বলেন, “একটি বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য বর্তমান সরকারের পদত্যাগের বিষয়ে গণতান্ত্রিক বিশ্ব তাদের অবস্থানে অটল। অর্থাৎ পর্দার আড়ালে বা তলে তলে আসলে কিছুই ঘটেনি।”
বিএনপি মহাসচিব জানান যে গণতন্ত্র পুনরুদ্ধার ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে, দুর্গাপূজার পর বিএনপিসহ অন্যান্য বিরোধী দল অপ্রতিরোধ্য আন্দোলন শুরু করবে। তিনি বলেন, “এটা কোনো নির্বাচিত সরকার নয়। এটাকে সরকার বলা যাবে না। কারণ শাসক হিসেবে তারা (সরকার) তিনবার ক্ষমতায় থাকা বৃহত্তম রাজনৈতিক দল বিএনপিকে তাদের শত্রু ঘোষণা করেছে।”
মির্জা ফখরুল আরো বলেন, “তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা যদি গণতন্ত্রে বিশ্বাস করে, তাহলে তারা কোনো রাজনৈতিক দলকে শত্রু হিসেবে বিবেচনা করতে পারে না।” তিনি বলেন, “সমগ্র গণতান্ত্রিক বিশ্ব স্পষ্টভাবে তাদের (সরকারকে) পদত্যাগ করে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানাচ্ছে।”
এদিকে, ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বৃহস্পতিবার (১২ অক্টোবর) এক সমাবেশে বলেছেন, “মৃত তত্ত্বাবধায়ক সরকারকে নিয়ে টানাটানি করে কোনো লাভ নেই এবং তা বিরোধীদের জন্য কোনো স্বস্তিও বয়ে আনবে না।”
তিনি বলেন, “আগামী জাতীয় নির্বাচন নজিরবিহীন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হবে। এই নির্বাচনে বিএনপি না আসলে আমও যাবে, ছালাও যাবে”। বিএনপি- জামায়াত জোটের অতীত আন্দোলনের স্মৃতিচারণ করে ওবায়দুল কাদের বলেন, “বিএনপি নেতৃত্বাধীন জোট নির্বাচন নিয়ে খেলায় ফাউল করলে তাদের লাল কার্ড দেখাতে হবে।এবার কোনো ছাড় দেয়া হবে না। … নির্বাচন বন্ধ করবেন, ঢাকা অচল করে দেবেন। নির্বাচন বন্ধ করতে আসবেন। সেই খেলা খেলতে দেবো না। সন্ত্রাসের খেলা বিএনপিকে খেলতে দেবো না।”
বিএনপির চলমান আন্দোলন ও কৌশলের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, “বিরোধী দল নিজেই পথ রুদ্ধ করেছে; তাই বিএনপির ক্ষমতায় আসার স্বপ্ন সফল হবে না।”
বিডিনিউজ ইউরোপ/১৬অক্টোবর/জই/মির্জা