“সুশীল”
শেখ মোঃ সুরুজ আলী সূর্য
এই যে সুশীল, থামাও কুশীল,
বুদ্ধি নয়তো, মারবো যে সীল।
তোমার কথা,কিসের কথা?
সবাই বুঝে কলকথা।
তোমার ছিলো গাধার ছানা,
টক-শোতে এলেই গজায় ডানা।
একদিন তোমার কথার ফাঁকে,
ক্যামেরা ঘোরলো দুর্বিপাকে।
টিভির স্কিনে দেখলো আলী,
দিচ্ছে তাই সালার গালি।
হঠাৎ করে বিজ্ঞাপনের উড়লো ধোঁয়া,
ধোঁয়া নয়তো,গালি যেনো একপোয়া।
মনের সাধে করছো কমেন্ট’স,
বে-ভাগ নয়তো সবি সফেদ।
ধর না বাপু,সুশীল করি,
আচ্ছা তুমি বলো তারা কি অত্যাচারী?
সময় বুঝি উল্টাপাল্টা,
হঠাৎ বাড়লো জঙ্গির কামলা।
শক্ত করে গারো গোড়া,
কোথায় কি? কপালপোড়া।
বিডিনিউজ ইউরোপ /৫ ডিসেম্বর /জই