• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম
ধারাভাষ্যে সাকিব কে নিয়ে তামিমের যত কথা ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় শাহবাগ থানায় হত্যা মামলা; পাঁচ শিক্ষার্থী গ্রেফতার বাংলাদেশ সেনাবাহিনীকে দুই মাসের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে যৌথ-বাহিনীর অভিযানে কল্লাকাটা মিজান’সহ ৭ সন্ত্রাসী আটক পূর্ব শত্রুতার জের ধরে দু’জনকে কুপিয়ে জখম, দুই পক্ষের ৪ জন হাসপাতালে ভর্তি অস্ট্রিয়ায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫ অস্ট্রিয়াসহ পূর্ব ইউরোপের কয়েকটি দেশ প্রচণ্ড বৈরী আবহাওয়ার কবলে বঙ্গবন্ধু স্যাটেলাইটে বছরে লোকসান ৬৬ কোটি টাকা দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরাতে মার্কিন প্রতি‌নি‌ধিদলের সাথে আলোচনা গ্রিসের শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যালয় চলাকালীন সময়ে মোবাইল ফোন ব্যবহার বন্ধ ঘোষণা
বিজ্ঞপ্তি
প্রিয় পাঠক আমাদের সাইটে আপনাকে স্বাগতম এই সাইটি নতুন ভাবে করা হয়েছে। তাই ১৫ই অক্টোবর ২০২০ সাল এর আগের নিউজ গুলো দেখতে ভিজিট করুন : old.bdnewseu24.com

মানিকগঞ্জে জীবিত কাউন্সিলর প্রার্থীকে মৃত দেখিয়ে নির্বাচন থেকে বাদ

মিনহাজ হোসাইন কর্তৃক সংগৃহীত
আপডেট : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০

জীবিত কাউন্সিলর প্রার্থীকে মৃত দেখিয়ে নির্বাচন থেকে বাদ

জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ দেয়া হয়েছে মানিকগঞ্জ পৌরসভার এক কাউন্সিলর প্রার্থীর নাম। ভোটার তালিকা থেকে বাদ দেয়া ওই ব্যক্তির নাম মো. কবির হোসেন।
তিনি পৌরসভার ৭নং ওয়ার্ডের পৌলী এলাকার বাসিন্দা। বিগত নির্বাচনে তিনি পৌরসভায় ৭নং ওয়ার্ডে কাউন্সিলার পদে নির্বাচনে অংশ নিয়েছিলেন এবং গত জাতীয় সংসদ নির্বাচনে ভোটও প্রদান করেছিলেন।

আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য পৌরসভা নির্বাচনে কাউন্সিলার পদে নির্বাচন করার জন্য তিনি মনোনয়নপত্রও কিনেছেন।
কিন্তু ভোটার তালিকা সংগ্রহের পর দেখেন তিনি ভোটার নন। তার নাম বাদ দিয়ে এক মৃত ব্যক্তির নাম অন্তর্ভুক্ত দেখিয়ে ভোটার তালিকা চূড়ান্তকরণ করা হয়েছে। মো. কবির হোসেন শুক্রবার জানান, ‘আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে আমি প্রার্থী হয়েছি।
গত বুধবার আমি জেলা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র ক্রয় করেছি। অফিস থেকে মনোনয়নপত্রের সঙ্গে ভোটার তালিকার একটি সিডি দেয়া হয়েছে।

বৃহস্পতিবার ভোটার তালিকা প্রিন্ট করার পর দেখতে পাই তালিকায় আমার নাম নেই। বিষয়টি শুক্রবার সকালে আমি নির্বাচন অফিসকে অবহিত করেছি। আমি আশা করছি কর্তৃপক্ষ দ্রুত সময়ের মধ্যে ভোটার তালিকায় আমার নাম অন্তর্ভুক্ত করে আমাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দেবেন।’
এ ব্যাপারে জেলা নির্বাচন কর্মকর্তা এবং নির্বাচনের রিটার্নিং অফিসার শেখ মো. হাবিবুর রহমান বলেন, ‘২০১৯ সালে ভোটার তালিকা হালনাগাদের সময় তথ্য সংগ্রহ করেছেন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা।

প্রাথমিকভাবে জানা যায়, শিক্ষক জসিম উদ্দিন ভুলবশত মৃত ব্যক্তি- আফছার উদ্দিনের আইডির পরিবর্তে মো. কবির হোসেনের আইডি নম্বর (৯৫৫৮১৮৯১৭২) কর্তন করেছেন। আমি বিষয়টি অবগত হওয়ার পর কাজ শুরু করেছি। আশা করছি নির্দিষ্ট সময়ের মধ্যেই তথ্য শুদ্ধপূর্বক মো. কবির হোসেনের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা সম্ভব হবে এবং তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন।’

উল্লেখ্য, তফসিল অনুযায়ী আগামী ২৮ ডিসেম্বর মানিকগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ১ ডিসেম্বর, প্রার্থীদের তথ্য যাচাই-বাছাই ৩ ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের তারিখ ১০ ডিসেম্বর।
বিডিনিউজ ইউরোপ/৫ নভেম্বর / জই


আরো বিভন্ন ধরণের নিউজ