ভিয়েনার অ্যাপার্টমেন্টে থেকে ৩১ অবৈধ অভিবাসী আটক, ২ পাচারকারী গ্রেফতার।ভিয়েনা পুলিশ প্রশাসন ১০ নাম্বার ডিস্ট্রিক্টের একটি অ্যাপার্টমেন্টে ৩১ জন অবৈধ অভিবাসীকে খুঁজে পেয়েছে।মঙ্গলবার(২৬ সেপ্টেম্বর) ভিয়েনার পুলিশ প্রশাসন ১০ নাম্বার ডিস্ট্রিক্টের (ভিয়েনা-ফেভারিটেন) একটি অ্যাপার্টমেন্টে অবৈধভাবে দেশে প্রবেশকারী ৩১ জন অভিবাসনপ্রত্যাশী এবং দুই চোরা কারবারীকে আবিষ্কার করেছে।ভিয়েনা রাজ্য পুলিশ সদর দফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। ২২ এবং ২৫ বছর বয়সী দুই পাচারকারীকে ভোর ৫:৩০ মিনিটে গ্রেফতার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
বারোজন পুরুষ, ছয়জন নারী ও ১৩ শিশুকে পুলিশ আটক করে এক অজ্ঞাত আশ্রয়নকেন্দ্রে নিয়ে যায়।
বিষয়টি ভিয়েনা রাজ্যের স্টেট ক্রিমিনাল পুলিশ অফিস তদন্ত করছে।ভিয়েনা পুলিশের ভাষ্যমতে, ভিয়েনা-ফেভারিটেনে আটককৃত পাচারকারী এবং পাচার করা মানুষ উভয়ই তুর্কি বংশোদ্ভূত। বলা হয়েছিল যে সাম্প্রতিক অতীতে তুর্কি নাগরিকদের (অধিকাংশ কুর্দি) আরও বেশি করে তোলা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বুধবার গ্রেফতারের সংখ্যা হ্রাসের কথা বলার পর পরই এই ঘটনা ঘটেছে।
বিডিনিউজ ইউরোপ/২৭সেপ্টেম্বর/জই/ভিয়েনা