ভোলার দুলারহাট থানায় নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত”।ভোলা জেলার দুলারহাট থানার নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান, এমপি, মাননীয় মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।অতঃপর ভোলা জেলা পুলিশের আয়োজনে নবনির্মিত দুলারহাট থানা ভবনের শুভ উদ্বোধন উপলক্ষে সুধী সমাবেশের আয়োজন করা হয়েছে। ভোলা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মাহিদুজ্জামান, বিপিএম মহোদয়ের সভাপতিত্বে উক্ত সুধী সমাবেশে প্রধান অতিথির আসন অলংকৃত করেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান, এমপি, মাননীয় মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
১৭সেপ্টেম্বর (রবিবার) এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি, ভোলা ০৩ আসন, মাননীয় সভাপতি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, সম্মানিত অতিথিবৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ জামিল হাসান, বিপিএম, পিপিএম, ডিআইজি, বাংলাদেশ পুলিশ, বরিশাল রেঞ্জ, বরিশাল, মহোদয়’সহ, জনাব মোহাম্মদ হোসেন যুগ্ন-সচিব (পুলিশ-২) জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
জেলা প্রশাসক আরিফুজ্জামান, ভোলা ও ভোলা জেলা পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ সহ উক্ত অনুষ্ঠানে দুলারহাট থানার সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।
বিডিনিউজ ইউরোপ/১৮সেপ্টেম্বর/জই/ভোলা