• শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
সিরিয়ার দীর্ঘ ৫৪ বছরের পতন আসাদের পলায়ন ভোলার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান “পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার” সনদপত্র অর্জন ভিয়েনা বিশ্বের মানুষের বাসযোগ্য শ্রেষ্ঠ শহর থেকে একধাপ সরে এলো মারাত্মক বন্যার কবলে মালয়েশিয়া মধ্যপ্রাচ্যে অস্ট্রিয়ার মানবিক সহায়তা সাড়ে সাত মিলিয়ন ইউরো জার্মানির অভিবাসন নীতি বদলে ফেলার বিপক্ষে চ্যান্সেলর ওলাফ শলৎস অভ্যুত্থান পরবর্তী লুটপাট বন্ধ হওয়ায় ভারত বাংলাদেশে আগ্রাসন চালাতে চায়:রিজভী ভোলার বীর সন্তান শহীদ শাকিল কে স্মরণীয় রাখতে ডিসি কে স্মারকলিপি প্রদান দেশকে তপ্ত শ্মশানে পরিণত করতে চাই:জামায়াত ঝালকাঠি তে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ক্যাবের মানববন্ধন

লিবিয়ায় ঘূর্ণিঝড় ও বন্যায় ৬ বাংলাদেশি নিহত

কবির আহমেদ কূটনৈতিক বিশ্লেষক আন্তর্জাতিক ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩

লিবিয়ায় ঘূর্ণিঝড় ও বন্যায় ৬ বাংলাদেশি নিহত।
লিবিয়ায় সাম্প্রতিক ড্যানিয়েল ঝড় ও বন্যায় অন্তত ৬ জন বাংলাদেশি নিহত হয়েছেন।বুধবার (১৩ সেপ্টেম্বর) দেশটিতে নিয়োজিত বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। নিহতদের মধ্যে চারজনের প্রাথমিক পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—রাজবাড়ী জেলার শাহীন ও সুজন এবং নারায়ণগঞ্জ জেলার মামুন ও শিহাব। নিহত বাকি ২ জনের পরিচয় এখনো জানা যায়নি। তাছাড়া, আরও কিছুসংখ্যক বাংলাদেশি নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

বিবৃতিতে বলা হয়েছে, ঝড় ড্যানিয়েল ও বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত লিবিয়ার পূর্বাঞ্চলের মানুষের কাছে মানবিক সহায়তা হিসেবে দ্রুত ত্রাণ সামগ্রী পাঠানোর পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ সরকার।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, লিবিয়ার প্রেসিডেন্টের বিশ্বের কাছে আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এখানে উল্লেখ্য যে, ঝড় ড্যানিয়েলের কারণে সৃষ্ট বন্যায় এখনো নিখোঁজ রয়েছেন হাজার হাজার মানুষ।

বিডিনিউজ ইউরোপ/১৪ সেপ্টেম্বর/জই/লিবিয়া


আরো বিভন্ন ধরণের নিউজ