অনিয়মিত অভিবাসন ঠেকাতে যুক্তরাজ্য-তুরস্কের
মধ্যে চুক্তি সাক্ষরিত হয়েছে।ভূমধ্যসাগর তীরবর্তী দেশগুলো হয়ে ইউরোপমুখী অনিয়মিত অভিবাসন প্রবাহকে নিয়ন্ত্রণ করতে তুরস্কের সঙ্গে একটি চুক্তি সই করেছে যুক্তরাজ্য৷এই চুক্তির অধীনে মানব পাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথ পুলিশি অভিযান পরিচালনা করবে দুই দেশ৷ এছাড়াও অভিবাসন প্রত্যাশীদের কাছে নৌকার যন্ত্রাংশ বিক্রির বাণিজ্য বন্ধেও একসঙ্গে কাজ করবে তারা৷ এক বিবৃতিতে মঙ্গলবার যুক্তরাজ্য সরকার জানিয়েছে, নতুন এই সমঝোতার মধ্য দিয়ে কাস্টমস ডেটা আরও দ্রুত আদান-প্রদান করা হবে৷ পরের বছর যুক্তরাজ্যে নির্বাচন৷ ব্রিটেনের চলমান রাজনীতি ও বর্তমান ক্ষমতাসীনদের এজেন্ডায় অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণ অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু৷ এমন বাস্তবতায়, অনিয়মিত অভিবাসনকে নিয়ন্ত্রণে রাখতেই এই চুক্তি বলে জানিয়েছে যুক্তরাজ্য৷ এর আওতায়, আইন প্রয়োগের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করবে দুই দেশের পুলিশ৷
যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রাভারম্যান বলেন, ‘‘ঘনিষ্ঠ বন্ধু ও সহযোগী তুরস্কের সঙ্গে আমাদের অংশীদারত্ব দুই দেশের আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে অভিবাসন সংক্রান্ত আন্তর্জাতিক সমস্যা মোকাবিলায় একসঙ্গে কাজ করতে এবং ছোট নৌকা সরবরাহের চক্রটি ভেঙে দিতে সহযোগিতা করবে৷’’
চলতি বছর অনিয়মিত অভিবাসীদের সংখ্যা কমাবেন বলে অঙ্গীকার করেছেন রক্ষনশীল ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক৷ এই ইস্যুকে কাজে লাগিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলোর চেয়ে নির্বাচনে নিজের দলকে এগিয়ে রাখতে চান তিনি৷ এদিকে, গত সোমবার থেকে আশ্রয়প্রার্থীদের একটি দলকে একটি আবাসিক বার্জে নিয়ে যেতে শুরু করেছে যুক্তরাজ্যের অভিবাসন কর্তৃপক্ষ৷ আশ্রয়প্রার্থীদের জন্য সরকারের খরচ কমাতেই বিবি স্টকহোম নামের বার্জটিতে তাদের রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার৷
অনেকদিন ধরেই দেশটির দক্ষিণ উপকূলে নোঙ্গর বিবি স্টকহোম নামের একটি বার্জে ৫০০ জন আশ্রয়প্রার্থীকে রাখার বিষয়টি আলোচিত হচ্ছিল৷ অবশেষে, সেটাও আনুষ্ঠানিকভাবে শুরু করল সুনাক প্রশাসন৷ বার্জটিতে ২০০টিরও বেশি কক্ষ আছে৷ স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের অভিবাসন আবাসন বিষয়ক কর্মকর্তা শেরিল অ্যাভেরি জানিয়েছেন, এরই মধ্যে ১৫ জনকে বার্জটিতে জায়গা দেয়া হয়েছে৷
বিডিনিউজ ইউরোপ/১৯আগস্ট/জই/তুরস্ক