• শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম
সিরিয়ার দীর্ঘ ৫৪ বছরের পতন আসাদের পলায়ন ভোলার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান “পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার” সনদপত্র অর্জন ভিয়েনা বিশ্বের মানুষের বাসযোগ্য শ্রেষ্ঠ শহর থেকে একধাপ সরে এলো মারাত্মক বন্যার কবলে মালয়েশিয়া মধ্যপ্রাচ্যে অস্ট্রিয়ার মানবিক সহায়তা সাড়ে সাত মিলিয়ন ইউরো জার্মানির অভিবাসন নীতি বদলে ফেলার বিপক্ষে চ্যান্সেলর ওলাফ শলৎস অভ্যুত্থান পরবর্তী লুটপাট বন্ধ হওয়ায় ভারত বাংলাদেশে আগ্রাসন চালাতে চায়:রিজভী ভোলার বীর সন্তান শহীদ শাকিল কে স্মরণীয় রাখতে ডিসি কে স্মারকলিপি প্রদান দেশকে তপ্ত শ্মশানে পরিণত করতে চাই:জামায়াত ঝালকাঠি তে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ক্যাবের মানববন্ধন

ভোলায় প্রতারক চক্রের ৬ সদস্য গ্রেফতার করলো সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল

তানজিল হোসেন, ভোলা
আপডেট : রবিবার, ৩০ জুলাই, ২০২৩

ভোলায় প্রতারক চক্রের ৬ সদস্য গ্রেফতার করলো সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল।ভোলার সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এর নেতৃত্বে গত বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর মডেল থানাধীন পৌরসভার ০৮ নং ওয়ার্ড হতে ১০,০১,৪০০ টাকা উদ্ধার পূর্বক প্রতারক চক্রের ০৬ সদস্যকে হাতে নাতে গ্রেফতার করেন সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, ভোলা এর একটি চৌকস টিম।২৮জুলাই (শুক্রবার) গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ভোলার লালমোহন, দৌলতখান, বোরহানউদ্দিন ও ভোলা সদর থানা এলাকার বিভিন্ন বাজারের দোকানে সু-কৌশলে দোকান দারদের সরলতার সুযোগ নিয়ে প্রতারনা করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে এই চক্র।

প্রতারক চক্রের সদস্যরা প্রাথমিক পর্যায়ে কিছু পরিমাণ ভুয়া পণ্য খুচরা বিক্রেতাদের দোকানে রেখে তাদের লোক দিয়ে সেই পণ্য পূণরায় ক্রয় করে ব্যবসায়ীদের তাদের ভুয়া পণ্যের প্রতি বিশ্বাস স্থাপন করতে প্রলুব্ধ করে। পরবর্তীতে বিপুল অর্থের পণ্য বাজার জাত করেন তারা এবং পালিয়ে যায় এবং তাদের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ করে রাখা হয়।

সরবরাহ কৃত পণ্যের মোড়ক তারা নিজেরাই তৈরি করেন এবং পণ্যের বোতলে রং মেশানো পানি ছাড়া সংশ্লিষ্ট কোনো দ্রব্য পাওয়া যায় না।অভিযান পরিচালনা কালে সংঘবদ্ধ প্রতারকদের নিকট হতে নগদ ১০,০১,৪০০/- (দশ লক্ষ এক হাজার চারশত) টাকা ছাড়াও ০৬ টি মোবাইল সেট, ১৪ সিম কার্ড, চায়না চক, শ্রীপুর ট্যাবলেট (বক্স), ভিআইপি উকুন নাশক ঔষধ, সেফা কিং গোল্ড ও গুড নাইট লেখা ০৫ টি সাদা প্লাস্টিকের ৫০ কেজির ০৫ বস্তা মালামাল পাওয়া যায়।

যাহার আনুমানিক মূল্য ৪০,০০০ (চল্লিশ হাজার) টাকা সুমন ক্যামিকেল কোম্পানী নামের ০৩ টি ক্যাশ মেমো বই যার ০২ টি ব্যবহৃত ও ০১টি অব্যবহৃত আছে।
গ্রেফতার কৃত আসামীরা হলেন, মোঃ জাকির হোসেন (৫১) মোঃ মেহেদী হাসান (২৬) মোঃ শাহাদাত মোল্লা (৫০) মোঃ পারভেজ (২৪) মোঃ ইউনুস শেখ (৬৮) মোঃ ওবাইদুর রহমান (৫২) এদের বেসির ভাগ বয়স হচ্ছে ৫০ থেকে ৭০ এর ঘরে আবার দুজনের বয়স হচ্ছে ২০ থেকে ৩০ এর ঘরে।

গ্রেফতার কৃত আসামীদের বিরুদ্ধে লালমোহন থানাসহ ভোলায় অদ্য, ২৮ জুলাই এত নং ৪০৬ ও ৪২০ ধারায় মামলা রুজু করা হয়েছে। এ ছাড়াও ইতি পূর্বে যশোর বেনাপোল থানার মামলা নং ৩১ যশোর কতোয়ালী থানার মামলা নং ৯০ পিটিশন মামলা নং ৮৭/২৩, ধারা ৪০৬/৪২০/৩৪ পেনাল কোড মামলা বিচারাধীন রয়েছে।
গ্রেফতার কৃত আসামীদের দেওয়া তথ্য যাচাই পূর্বক ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে লালমোহন থানা পুলিশ।

বিডিএনইইউ/৩০জুলাই/জই/ভোলা


আরো বিভন্ন ধরণের নিউজ