২ কেজি গাঁজাসহ: বরিশালের সামসুল ভোলায় আটক।গতকাল ২৬জুলাই (বুধবার) ভোলা পূর্ব ইলিশা ইউনিয়ন হতে ২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি চৌকস টিম।পুলিশ সুপার মাহিদুজ্জামান, এর দিক-নির্দেশনায় অফিসার ইনচার্জ বৃন্দগণসহ ভোলা সদর মডেল থানার তত্ত্বাবধানে দুপুর ০৪: ৩০ ঘটিকার সময় এস আই (নিঃ) গোলাম মোস্তফা।সংগীয় এস আই রবীন্দ্রনাথ সিংহ, এ এস আই সুজন, এ এস আই রিপন, এ এস আই মাইনুল, কং ৭২৮ ইমরান, কং ৭৭৪ জসিম, কং ৬১৮ ফিরদৌসসহ ভোলা সদর থানাধীন পূর্বইলিশা।
ইউনিয়নের ১নং ওয়ার্ড ইলিশা লক্ষ্মীপুর গামী লঞ্চঘাট থেকে গোপন সংবাদের ভিত্তিতে ২ কেজি গাঁজাসহ মোঃ সামসুল হক (৩২) নামের এক ব্যক্তিকে আটক করছে ইলিশা মডেল পুলিশ।সাং-গগন গলি ৬নং ওয়ার্ড, থানা কোতোয়ালী, জেলা-বরিশাল, স্থায়ী সং ৩ নং টুলকাঠী ইউনিয়ন, মাধ্যমিক বিদ্যালয়ের সংলগ্ন, থানা নলছিটি, জেলা- ঝালকাঠিকে ধৃত করেন। ধৃত আসামীর বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায়।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে ভোলা সদর থানায়।
বিডিএনইইউ/২৭জুলাই/জই/ভোলা