• শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম
সিরিয়ার দীর্ঘ ৫৪ বছরের পতন আসাদের পলায়ন ভোলার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান “পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার” সনদপত্র অর্জন ভিয়েনা বিশ্বের মানুষের বাসযোগ্য শ্রেষ্ঠ শহর থেকে একধাপ সরে এলো মারাত্মক বন্যার কবলে মালয়েশিয়া মধ্যপ্রাচ্যে অস্ট্রিয়ার মানবিক সহায়তা সাড়ে সাত মিলিয়ন ইউরো জার্মানির অভিবাসন নীতি বদলে ফেলার বিপক্ষে চ্যান্সেলর ওলাফ শলৎস অভ্যুত্থান পরবর্তী লুটপাট বন্ধ হওয়ায় ভারত বাংলাদেশে আগ্রাসন চালাতে চায়:রিজভী ভোলার বীর সন্তান শহীদ শাকিল কে স্মরণীয় রাখতে ডিসি কে স্মারকলিপি প্রদান দেশকে তপ্ত শ্মশানে পরিণত করতে চাই:জামায়াত ঝালকাঠি তে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ক্যাবের মানববন্ধন

অনিয়মিত অভিবাসনকে নিরুৎসাহিত করতে সাইপ্রাসের নতুন কৌশল

কবির আহমেদ কূটনৈতিক বিশ্লেষক আন্তর্জাতিক ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : শনিবার, ২২ জুলাই, ২০২৩

অনিয়মিত অভিবাসনকে নিরুৎসাহিত করতে সাইপ্রাসের নতুন কৌশল।পুনর্বাসন প্রকল্প থেকে বাদ পড়ছে সাইপ্রাসের নতুন আশ্রয়প্রার্থীরা।,অনিয়মিত অভিবাসনকে নিরুৎসাহিত করতে নতুন কৌশল নিয়েছে সাইপ্রাস৷ নতুন আশ্রয়প্রার্থীদের আর ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোতে পুনর্বাসনের সুযোগ দেবে না দেশটি৷
সাইপ্রাসের আশ্রয়প্রার্থীদের ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোতে স্থানান্তর করে পুনর্বাসিত করা হতো৷ গত বুধবার (১৯ জুলাই) সাইপ্রাস জানিয়েছে, এই ব্যবস্থার অপব্যবহার ঠেকাতে এবং অনিয়মিত অভিবাসনকে নিরুৎসাহিত করতেই আশ্রয়প্রার্থীদের আর স্থানান্তরের সুযোগ দেবেন না তারা৷ ফলে পুনর্বাসন প্রকল্প থেকে বাদ পড়ছেন দেশটিতে আসা নতুন আশ্রয়প্রার্থীরা৷

কৌশলগতভাবে তিনটি মহাদেশের সংযোগস্থলে অবস্থিত সাইপ্রাস সাম্প্রতিক বছরগুলোতে অনিয়মিত অভিবাসন সামাল দিতে হিমশিম খাচ্ছে৷ইউরোপীয় ইউনিয়নের বুঝা ভাগাভাগির একটি প্রকল্পের আওতায় সাইপ্রাস গত ডিসেম্বরে ফ্রান্স, জার্মানি, বুলগেরিয়া এবং রোমানিয়াসহ অন্যান্য সদস্য রাষ্ট্রগুলোতে স্বল্প সংখ্যক আশ্রয়প্রার্থীদের পুনর্বাসিত করে সাইপ্রাস৷

সাইপ্রাস কর্তৃপক্ষ বলছে, এই প্রকল্পের আওতায় আশ্রয়প্রার্থীদের পুনর্বাসন বন্ধ করলে তা সাইপ্রাসে অনিয়মিত অভিবাসনকে নিরুৎসাহিত করবে৷ যারা আন্তর্জাতিক সুরক্ষা চাইছেন এবং যারা এ বছরের জানুয়ারি থেকে সাইপ্রাসে এসেছেন তাদের জন্য এ বিধানটি কার্যকর হবে বলে জানিয়েছে সরকার৷

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘‘এই নীতির উদ্দেশ্য হল, পুনর্বাসন কর্মসূচির সুযোগ নিয়ে যারা ইউরোপীয় ইউনিয়নের অন্য দেশগুলোতে যেতে সাইপ্রাসকে ট্রানজিট হিসেবে ব্যবহার করছে, তাদেরকে থামানো এবং অনিয়মিত অভিবাসনকে নিয়ন্ত্রণ করা৷’’জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর (UNHCCR) জানিয়েছে, চলতি বছরের মে পর্যন্ত চার হাজার ৮২৮টি আশ্রয় আবেদন জমা পড়েছে সাইপ্রাসে৷ আর ২০২২ সালে এই সংখ্যাটি ছিল ২১ হাজার ৫৬৫৷

২০২৩ সালে দেশটিতে অনিয়মিত অভিবাসীদের আগমন কমে এলেও, সিরিয়া থেকে সমুদ্র পথে অভিবাসনপ্রত্যাশীদের আগমন বাড়ছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়৷

তথ্যসূত্র: রয়টার্স,
বিডিনিউজ ইউরোপ/২২জুলাই/জই/সাইপ্রাস


আরো বিভন্ন ধরণের নিউজ