বরিশালের মাদক ব্যবসায়ী ভোলায় আটক।ইলিশা ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারী সাব্বির হোসেন হাওলাদারকে আটক করেছে। গত বৃহস্পতিবার দুপুরে ইলিশা ফেরিঘাট থেকে। আটককৃত সাব্বির হোসেন বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার ফরিদপুর ইউনিয়নের শহিদ হাওলাদারেট ছেলে। সদরের ইলিশা ফাঁড়ি ইনচার্জ গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।২০জুলাই (বৃহস্পতিবার) তিনি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে এএসআই রিপন, ও এএসআই মাইনুলকে নিয়ে ইলিশা ফেরিঘাট এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় সাব্বির হোসেনকে সন্দেহজনক হলে তাকে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে তিন কেজি গাঁজা উদ্ধার করে। পরে তাকে আটক করি এবং মাদক কারবারী সাব্বির হোসেনকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। দ্বীপজেলা ভোলাকে মাদকমুক্ত রাখতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
বিডিনিউজ ইউরোপ/২২জুলাই/জই/ভোলা