এথেন্সে কিউবার ট্রান্সজেন্ডার নারীকে নির্মমভাবে হত্যা,গ্রেপ্তার বাংলাদেশি।গ্রীসের রাজধানী এথেন্সের আজিওস প্যানটেলিমোনাস এলাকায় এক হিজড়া নারীকে হত্যার অভিযোগে এক বাংলাদেশি ব্যক্তিকে(বয়স আনুমানিক ৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রীক সংবাদমাধ্যম সূত্রে জানা যায় আনা ইভানকোভা নামের ৪৬ বছর বয়সী ওই ট্রান্সজেন্ডার নারী কয়েক বছর আগে কিউবা থেকে গ্রীসে এসেছিলেন।গত ১০ ই জুলাই মহিলাটির নিজ অ্যাপার্টমেন্টে হত্যার ঘটনাটি ঘটে।প্রাথমিক ময়নাতদন্তে বলা হয়েছে,একটি ধারালো বস্তু ও ছুরি দিয়ে মাথা ও ঘাড়ে ডজনখানেক আঘাত করে মহিলাকে হত্যা করা হয়েছে।মহিলাটির শরীরে কমপক্ষে ১৫টি আঘাত শনাক্ত করেছে গ্রীক পুলিশ।
এই ঘটনায় গ্রীক পুলিশ তদন্তে নামে এবং সন্দেহভাজন হিসেবে বাংলাদেশিকে শনাক্ত করে।তদন্তে প্রমাণ রয়েছে যে হত্যার দিন বাংলাদেশি ব্যক্তি ওই অ্যাপার্টমেন্টে গিয়েছিলেন পাশাপাশি তার হাতের ছাপও মহিলাটির শরীরে পাওয়া গিয়েছিলো।
ট্রান্সজেন্ডার মহিলা আজিওস প্যানটেলিমোনাস এলাকার ফিলিস এবং ম্যাগনিসিয়াস স্ট্রিটের একটি নিচতলার অ্যাপার্টমেন্টে ভাড়া থাকতেন।বাড়িওয়ালা ভাড়া সংগ্রহ করতে গিয়ে প্রথম রক্তাক্ত অবস্থায় মহিলাটির লাশ দেখতে পান।তারপরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।পুলিশ ট্রান্সজেন্ডার নারীর লাশের মাথার অবস্থা দেখে হতবাক হয়েছিল কারণ আঘাতের কারণে মাথা প্রায় বিকৃত হয়ে গিয়েছিল।ধারণা করা হয় মৃত্যুর আগে মহিলাটি তার জীবনের সাথে লড়াই করেছেন।
হত্যাকাণ্ডে অভিযুক্ত বাংলাদেশিকে আজ বুধবার (১৯শে,জুলাই)গ্রেপ্তার করা হলেও তিনি হত্যার বিষয়টি অস্বীকার করেছেন এবং তিনি নিহত ট্রান্সজেন্ডার নারীকে চেনেন না বলেও জানান।
বিডিনিউজ ইউরোপ /১৯জুলাই/জই/এথেন্স