• বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার শারীরিক অবস্থা অব্যাহত আশঙ্কাজনক ভিয়েনার অ্যাপার্টমেন্ট থেকে ৩১ অবৈধ অভিবাসীসহ পাচারকারী আটক ২ ফ্যাশনের জগতে নতুন আলোড়ন “রিস্কি ফ্যাশন” ভোলায় নিরাপত্তা বেষ্টনী ও আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগীদের সাথে প্রশাসনের মতবিনিময় সভা দাফনের ৫ দিন পর জানতে পারল মেয়ে জীবিত চেয়ারম্যান ইফতারুল হাসানের ভয়ে আতঙ্কিত ভোলাবাসী রক্ষা পেতে বিশাল বিক্ষোভ চরভদ্রাসনে নবগঠিত ছাত্রলীগ কমিটির আনন্দ মিছিল বাংলাদেশীদের জন্য মার্কিন ভিসা নিষেধাজ্ঞা কার্যকর শুরু “রোহিঙ্গাদের ভুলে যাবেন না”- জাতিসংঘে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী অটোয়ায় শিখ নেতা হত্যার পর ভারত ও কানাডার মধ্যে কূটনৈতিক দ্বন্দ্ব চরমে
বিজ্ঞপ্তি
প্রিয় পাঠক আমাদের সাইটে আপনাকে স্বাগতম এই সাইটি নতুন ভাবে করা হয়েছে। তাই ১৫ই অক্টোবর ২০২০ সাল এর আগের নিউজ গুলো দেখতে ভিজিট করুন : old.bdnewseu24.com

“প্রেম” শেখ মোঃ সুরুজ আলী সূর্য

শেখ মোঃসুরুজ আলী ঢাকা
আপডেট : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০

“প্রেম”
শেখ মোঃ সুরুজ আলী সূর্য

আহা! তোমার প্রেম কতই না উজ্জীবিত,
কতই না সুন্দর তোমার হৃদয় আশান্বিত।
শিশিরে কত শোভা, কত শোভা বিকেল,
জোনাকির আলোর রুপ কতই না আর্টসেল।
সুন্দর দেখেছি কত সকাল এবং বিকেলে,
কত গোধূলির হাওয়া উড়ে আর চলে।
তোমার প্রেমের চোখ কত নিকটে এবং নিকটে,
সুন্দর দেখেছি কত হেমন্তের সন্নিকটে।
কত যে ভালো লাগার গান গেয়েছি দুইজনে,
রাত্রির আলোকিত প্রাণে আর প্রাণে।
হৃদয়ে ঝংকার উঠে। আহা! কতই প্রেম,
দেহের প্রেমে আমিও যে ভাসলেম।
আমি যে তোমায় ভালোবাসি,
সৌন্দর্যের প্রেম করে যে ঠাসাঠাসি।
তোমার হৃদয়ের প্রেম দু-হাতের মুঠোই বিলাই,
সুন্দরের চক্ষুতে ভালোবাসা দেখায়।
আমি যে তোমাকে ভালোবাসি
আমি যে তোমাকেই ভালোবাসি।
তবে তুমি বলে দাও,
কোন পথে পাবো প্রেমের ঠাই।
কোন পথে আছে সুখের প্রেমের মিছিল
ওগো তোমার প্রেমে-প্রেমে,
আজ জীবনের চাওয়া পাওয়া চলে অবলীলাক্রমে।
ওগো তুমি বলে দাও এই বিকেলে,
ফুলের ঘ্রাণ নিবো হেসে খেলে।
হৃদয় মম মুগ্ধ করেছো প্রেমে,
সন্ধ্যার তারার কথা কাব্য পড়ছে তাই নেমে।
সমস্ত হৃদয়ে একরাশ প্রেম দাও,
বিকেলে বাঁচার আশা জাগাও।
নতুন কোন কথা কিংবা রাত্রির গানে,
সমস্ত উঠোন ভরে উঠুক প্রাণে প্রাণে।
কচি-কচি শিশির ভেঁজা ঘাসে তোমার চলা,
প্রেমের আনন্দে ভাসবে দিনচলা।

বিডিনিউজ ইউরোপ/৩ ডিসেম্বর / জই


আরো বিভন্ন ধরণের নিউজ