নিষ্ঠুরতার পাশে মানবিক গোলাম রাব্বানী ও তার টীম
বন্দর নগরী চট্টগ্রামে এক নববধুর সন্তান জন্মদানের বিষয়টাতে নিষ্ঠুর স্বামী হাসপাতালে অসুস্থ স্ত্রী কে রেখে অজানার উদ্দেশ্যে পাড়ি জমান। সেই কঠিন সময়ে ঘটে যাওয়া মানবিক মানুষ তরুণদের মধ্য মনি গোলাম রাব্বানী ও তার টীম এগিয়ে এসে প্রসূতী ও সন্তানের সকল চিকিৎসার দ্বায়িত্ব নিয়ে বিশাল মহানুভবতা দেখিয়েছেন সেই ঘটনার বিস্তারিত নিম্নোক্ত দেওয়া হলোঃ
“চট্টগ্রাম বাঁশখালী উপজেলার এক অসহায় বোন, সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় ফরিদপুরের রনির সাথে। এরপরে প্রেম-ভালোবাসা, একপর্যায়ে পালিয়ে বিয়ে করে দুজন, থাকতে শুরু করে চট্টগ্রাম নগরীর সাংবাদিক হাউজিং সোসাইটির ৫ নং রোডের তপন বাবুর বাড়ী।
বছরখানেক পর ছোট বোনটা অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। হঠাৎ প্রসূতি যন্ত্রণা নিয়ে অসুস্থ হয়ে পড়লে স্বামী রনি তাকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে আসে। দুদিন বাদে চিকিৎসা খরচ না দিয়ে, অসুস্থ স্ত্রীকে রেখে পালিয়ে যায় পাষণ্ড স্বামী। পরে খবর পেয়ে ছুটে আসে মেয়েটির ভাই। এরমধ্যে মেয়েটির পেটে টিউমারের অস্তিত্ব ধরা পরে। টাকা শেষ হয়ে যাওয়ায় দোকান থেকে বাকিতে মেডিসিন এনে ভাই চালাতে থাকে বোনের চিকিৎসা। বাকি বেড়ে গেলে ঔষধের দোকানদার টাকার জন্য চাপ দিতে থাকলে অসহায় ভাইটা Team Positive Bangladesh – TPB পেইজ থেকে লাশবাহী এম্বুলেন্স সেবার জন্য দেয়া নাম্বারে কল দিয়ে তাদের অসহায়ত্বের কথা জানায়।
এড়িয়ে না গিয়ে Team Positive Bangladesh (TPB) সদস্য রাজু ও আরমান আরো কয়েকজন সদস্য চট্টগ্রাম মেডিকেলে যায়, টিপিবি সদস্য Robi Hassan ও অন্যান্যদের সহযোগিতায় দোকানের বকেয়া বিল পরিশোধ করে দেয় এবং কর্তব্যরত চিকিৎসকের সাথে কথা বলে চিকিৎসা চলমান রাখতে এবং চিকিৎসাধীন অবস্থায় টিপিবির পক্ষ থেকে যাবতীয় খরচ বহনের আশ্বাস দেয়।
আমাদের বোন ও সদ্য প্রসূত সন্তান এখন আগের চেয়ে ভালো আছে।”
আসুন এভাবে সমাজের হৃদয়বান ও বিত্তবান ব্যক্তিগণ এগিয়ে আসলে বাংলাদেশে অসহায় মানুষ আর থাকবে না।
বিডিনিউজ ইউরোপ/২ ডিসেম্বর / জই