ভোলার মনপুরা জমি চাষ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ আহত ২জন।ভোলার মনপুরা উপজেলায় জমি চাষকে কেন্দ্র করে সংঘর্ষে ঘটনা ঘটছে এতে আহত হয়েছে ২জন, আহতরা হলেন, মনপুরা উপজেলার উত্তর সাকুচিয়া ৫ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ শাহাজান ও তার ছেলে বাচ্চু মিয়া।আহত শাহাজান জানান, তিনি ১৫বছর পূর্বে মনপুরা উপজেলার চর গোয়ালিয়া মৌজায় মনিরুল ইসলামের নিকট থেকে ১.৫০ শতাংশ জমি দলিল মূলে ক্রয় করেন, উক্ত জমিতে চাষাবাদ করেও আসছেন।
অদ্য ৮ জুলাই (শনিবার) সকালে ৯টার দিকে জমিতে চাষাবাদ করতে গেলে একই এলাকার মোঃ নূরনবি ও রিপন তার উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে তার মাথায় গুরতর জখম হয়। পরবর্তীতে তার ছেলে বাচ্চু তাকে উদ্ধার করতে ছুটে গেলেও তার হাতেও গুরুতর জখম করা হয়।
পরবর্তীতে স্থানীয় আত্মীয় স্বজনরা তাদের উদ্ধার করে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে প্রাথমিক চিকিৎসা করান। এবং যার রেজিষ্ট্রেশন নম্বর যথাক্রমে ৩৬৫৮/৩ এবং ৩৬৫৯/৪।ভূক্তভোগীর আত্মীয়-স্বজনরা জানান, তাদের উন্নত চিকিৎসার জন্য ভোলা নিয়ে যাওয়া হচ্ছে।
বিডিনিউজ ইউরোপ/১২জুলাই/জই/ভোলা