ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ট্রাক-ড্রাইভারের মর্মান্তিক মৃত্যু।টাংগাইলের ধনবাড়ী আজ সকাল সাড়ে ৮ টার দিকে নল্যা-বাজার দক্ষিণে ঢাকা- জামালপুর হাইওয়ের রোডে জামালপুর থেকে আসা ট্রাকগাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ঘটনাস্হলে ড্রাইভারের মর্মান্তিক মৃত্যু হয়।ড্রাইভার মাগুরা জেলার, শ্রীপুর উপজেলার, রাধানগর – লোহাটা গ্রামের মো, আলম হোসেনের ছেলে এমদাদুল হাসান, ধনবাড়ী থানা পুলিশ ঘটনাস্হল থেকে ড্রাইবারকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ নিয়ে আসলে কর্ররত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
লাশটি ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যায়, ধনবাড়ী থানার ওসি (তদন্ত) মো, ইদ্রিস আলী জানান তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, তাদের কোন অভিযোগ না থাকলে লাশটি তার পরিবারের মাঝে হস্তান্তর করা হবে।
বিডিনিউজ ইউরোপ/৯জুলাই/জই/ধনবাড়ি